বাংলাদেশের গায়ক ব্রিটিশ বিজ্ঞাপনের মডেল! (ভিডিও)

ব্রিটেন ও ইউরোপের অন্যতম অনলাইনে গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান ‘ইয়েস অটো’-এর ওয়েবসাইটে নানা গোত্রের মানুষের সাথে ভেসে উঠলো বাংলাদেশী সংগীতশিল্পী প্রীতম আহমেদের মুখটিও! জানা গেল, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ইউরোপের টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার জন্য নির্মিত হলো একটি বিজ্ঞাপনচিত্র। আর তাতে অন্যতম মডেল হলেন ‘বালিকা’-খ্যাত প্রীতমও।

নিশ্চিত হওয়া গেছে, ব্রিটিশ বিজ্ঞাপনে এবারই প্রথম দেখা গেল বাংলাদেশী কোনও পুরুষ মডেলকে।

ব্রিটিশ বিজ্ঞাপনের মডেল হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে প্রীতম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের মানুষ ও মিডিয়ার কাছে আমার ভালো পরিচিতি থাকলেও আন্তর্জাতিক মিডিয়ায় আমি একদম নতুন। তাই সবকিছু শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এটি আমার প্রথম বিজ্ঞাপন। শুটিং হয়েছে গতবছর। আর সেটি উন্মুক্ত হলো সম্প্রতি। এরপর যে পরিমাণ অডিশনে ডাক ও কাজের সুযোগ পাচ্ছি তাতে আমি খুশি। সামনে আরও কিছু বিজ্ঞাপনে কাজ করছি।’ 

অভিমান নিয়ে বাংলাদেশ ছেড়ে ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছানোর গল্প

এরমধ্যে গুগল ডট কম এবং একটি ব্রিটিশ ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রীতম। ১৯ সেপ্টেম্বর থেকে শুটিং হবে বুকিং ডট কম-এর বিজ্ঞাপনের। 

প্রীতম সচেতনভাবেই জানান, এসব বিজ্ঞাপনের বেশিরভাগই ইউরোপ-আমেরিকার টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য তৈরি হচ্ছে। তাই দেশের মানুষ চাইলেও খুব একটা দেখার সুযোগ পাবেন না আমাকে।

ব্রিটিশ মিডিয়ায় বাংলাদেশের মানুষের চেয়ে ভারতীয়দের প্রাধান্য বেশি। প্রীতম চেষ্টা করছেন বাংলাদেশী হিসেবে সেই প্রতিবন্ধকতা কাটাতে। যাতে করে বাংলাদেশের মডেলরাও এসব কাজের সুযোগ পান সামনে।

ইয়েস অটো ইউকে’র ফেসবুক পেজের একটি স্থিরচিত্র

তারই ধারাবাহিকতায়, গত এক বছরে সনি পিকচার্স, স্কাই টিভি, অ্যাপল টিভি, বিবিসি প্রোডাকশন, ওয়ার্নার ব্রাদার্স, অ্যামাজন ও নেটফ্লিক্স-এর মোট ৫টি সিনেমা এবং ৮টি সিরিজে কাজ করেছেন প্রীতম আহমেদ। যার বেশিরভাগই প্রকাশ হতে থাকবে ২০২২ সাল থেকে।

প্রীতম আহমেদের বিজ্ঞাপনটি দেখা যাবে এখানে ক্লিক করে