‘ইয়াং স্টার’দের মঞ্চ চালাবেন ইমতু-লাবন্য

তরুণ প্রতিভাবানদের খুঁজে বের করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে ‘ইয়াং স্টার’ নামের এই রিয়েলিটি শোয়ের মঞ্চ পরিচালনা করবেন ইমতু রাতিশ ও রুহানি লাবন্য। 

ক্যারিয়ারে প্রথমবার এ দুজন একসঙ্গে কোনও সংগীত রিয়েলিটি শো’র সঞ্চালনা করবেন বলে জানা গেছে।
 
এ সম্পর্কে ইমতু রাতিশ বলেন, ‘আরটিভি সব সময়ই দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রেখে চলছে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

রুহানি লাবন্য বলেন, ‘এমন একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। আমার ক্যারিয়ারে এবারই প্রথম কোনও সংগীত রিয়েলিটি শো সঞ্চালনার সুযোগ পেয়েছি। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।’

আগেই জানা গেছে, এতে বিচারকের আসনে বসবেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।