বুড়িগঙ্গায় মারা যায়নি ‘এক্সট্র্যাকশন’র টাইলার!

গত বছরের ২৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘এক্সট্র্যাকশন’ ছবিটি বেশ রসদ জুগিয়েছিল বাংলাদেশিদের। রাজধানী ঢাকার প্রেক্ষাপটে তৈরি এ ছবির নায়ক হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। কিছুদিন বাদেই সিনেমাটির অন্যতম প্রযোজক জো রুশো জানান, তৈরি হচ্ছে চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি—‘এক্সট্র্যাকশন ২’।

তাহলে প্রথম কিস্তির নায়ক টাইলারখ্যাত ক্রিস হেমসওয়ার্থ কি ফিরবেন- এমন প্রশ্নটি সবখানেই হয়েছে আলোচ্য। কারণ, প্রথম সিক্যুয়েলে গুলিবিদ্ধ টাইলার পড়ে গিয়েছিলেন ঢাকার বুড়িগঙ্গায়। 

অবশেষে তার ফেরার প্রমাণ এলো। প্রকাশ হলো ‘এক্সট্র্যাকশন ২’র টিজার। আর সেখানে ক্রিসের দৃশ্যটিই শুধু রাখা হয়েছে। পড়ে যাওয়া টাইলারকে নদীর তলদেশ থেকে উঠে আসতে দেখা গেল।

পশ্চিমা সংবাদমাধ্যম জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্র্যাকশন ২’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।

তবে ‘এক্সট্র্যাকশন’র মতো এর সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প কিংবা কোনও শিল্পী থাকছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।