ফকির আলমগীরের নামে দুটি সড়ক

‘বাবা দেখে যেতে পারলে আরও তৃপ্তি পেতাম’

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সড়কটি (হোল্ডিং নং ১৩২১ থেকে ১২৮০ হয়ে ১২৬৬ পর্যন্ত) ‘মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর সড়ক নামে’ নামকরণ করা হয়েছে। 

২৬ সেপ্টেম্বর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত জানান মেয়র আতিকুল ইসলাম।

এদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানান ফকির পরিবার। প্রকাশ হয় আফসোসও! 

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পুরো পরিবার বাংলাদেশ সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সড়ক নামকরণের মাধ্যমে আমার বাবা পরিচিত হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম। অন্তত নতুন প্রজন্ম একবার হলেও জানতে পারবে, ফকির আলমগীর নামে একজন মুক্তিযোদ্ধা ও শিল্পী ছিলেন এই দেশে।’ 

আফসোস করে মাশুক বলেন, ‘সড়কটি বাবা দেখে যেতে পারলে আমরা আরও তৃপ্তি পেতাম। কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। এই রাস্তাটি নামকরণের পুরো প্রক্রিয়া আগেই (২০১৮) মন্ত্রণালয় থেকে পাস হয়েছিল। কিন্তু মেয়র নির্বাচনের কারণে আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি পিছিয়ে যায়। ফলাফল বাবা দেখে যেতে পারলেন না! অথচ রাষ্ট্রের কাছ থেকে এমন উপহারের বিষয়ে জানতে পেরে, বাবা যে কী খুশি হয়েছিলেন তখন। আবার আটকে যাওয়ার পর মন খারাপও করেছিলেন। সেসব কথা এখন খুব মনে পড়ে। তবু বাবা যেখানে আছেন, হয়তো বা দেখে তার বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাচ্ছে।’

বাবার সঙ্গে ছেলেপেশায় শিক্ষক মাশুক জানান, রাজধানীর এই সড়ক ছাড়াও ফকির আলমগীরের জন্মস্থান ফরিদপুরের মালি গ্রাম থেকে কালামৃধা পর্যন্ত আরও একটি সড়কের নামকরণ করা হয়েছে তার বাবার নামে।