‘তালাশ’র বড় স্ট্রোক বুবলী!

২ সেপ্টেম্বর কক্সবাজারে ‘তালাশ’ ছবির একটি গানের শুটিং হয়েছিল। এরপর মাত্র একদিনের কাজ ছিল বাকি। প্রায় এক মাস অপেক্ষার পর সেটাই হলো এবার এফডিসিতে। 

ছবির পরিচালক সৈকত নাসির জানান, ২৭ সেপ্টেম্বর এ কাজটির মাধ্যমে শেষ হলো ‘তালাশ’-এর দৃশ্যধারণ।

শেষ দিনে অংশ নেন আদর আজাদ ও শবনম বুবলী। চলচ্চিত্রটির দুই চরিত্র সংগীত পরিচালক সুমন (আদর) ও কণ্ঠশিল্পী নায়রার (বুবলী) অনুশীলন ও রেকর্ডিংয়ের দৃশ্য ছিল এগুলো। 

পরিচালক সৈকত নাসির বলেন, ‘এই সিনেমার সবচেয়ে বড় স্ট্রোক পয়েন্ট বলতে হয় বুবলীর অভিনয়। শুধু গ্ল্যামার নয়, তিনি যে অনেক উঁচুমানের অভিনেত্রী সেটা ছবিটি দেখলেই বোঝা যাবে। আর আদর ফুল সারপ্রাইজ প্যাকেজ ছিল আমার কাছে। শুধু অভিনয় নয়, তিনি একজন সম্পূর্ণ মিউজিশিয়ানও। যা এই ছবিতে কাজে লাগাতে পেরেছি।’

জানা যায়, একদল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে ‘তালাশ’। ইতোমধ্যে এর প্রায় সম্পাদনা শেষ। সংগীতের গল্পে নির্মিত এ ছবিতে মোট চারটি গান থাকছে।একটি দৃশ্যে আদর ও বুবলী