নিশো-নুসরাতের দেখা হলো বিয়ের আসরে!

সচরাচর তাদের দেখা হওয়ার কথা না। দুজনেই দুদিকে তুমুল ব্যস্ত। একজন সিনেমায় অন্যজন নাটকে। নিকট-অতীতে একসঙ্গে কাজের ঘটনাও নেই তেমন। তবুও মনের মিল থাকলে যা হয়, নানা ছুতোয় দেখা হয়েই যায়।

আফরান নিশোর সঙ্গে শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নুসরাত ফারিয়ার দেখা হওয়ার বিষয়টি অনেকটাই তাই। লম্বা বিরতির পর তাদের দেখা হলো একটি বিয়ের আসরে! ঠিক বিয়েও নয়, তবুও বর-কনেকে সাজানোর সব পসরা সাজানো ছিলো নিশো-নুসরাতকে ঘিরে। কারণ, ২৯ অক্টোবর সন্ধ্যার এই আয়োজনটি ছিলো রাজধানীর বনানীতে জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জ-এর ওপেনিং অনুষ্ঠান। যাতে তারকা দুজন হাজির হন প্রধান অতিথি হিসেবে। 

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কণা ছাড়াও দেশসেরা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। 

জেকে ব্রাইডাল লাউঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া। নিজের তারকা বোনের সঙ্গে আফরান নিশোসহ অন্য তারকাদের পেয়ে উচ্ছ্বসিত মারিয়া। বলেন, ‘আমি কৃতজ্ঞ, তাদের সরাসরি শুভেচ্ছা পেয়ে। আমরা চেষ্টা করছি রুচিশীল মানুষদের জন্য পৃথিবীখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে এই শো-রুমটি সাজাতে। এখানে পাওয়া যাবে অরিজিনাল ডিজাইনের গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, সেরোয়ানিসহ ব্রাইডাল ধাঁচের সব ধরনের পোশাক।’ 

অনুষ্ঠানটির শুরু হয় জমকালো ফ্যাশন শোয়ের মাধ্যমে। এরপর আফরান নিশো-নুসরাত ফারিয়া কেক কেটে উদ্বোধন করেন নতুন শো-রুম। এটি জেকে-এর ২য় শো-রুম। এরপর মুক্তিপ্রতীক্ষিত নিজের গাওয়া তৃতীয় গানচিত্র ‘হাবিবি’ নিয়ে গল্প করেন নুসরাত-নিশো। নুসরাত জানান, গানচিত্রটি প্রকাশ হচ্ছে ২ নভেম্বর ভারতের এসভিএফ-এর ব্যানারে।