যে সেলফিতে ভেস্তে যায় আরিয়ানকে অপহরণ পরিকল্পনা!

শাহরুখপুত্র আরিয়ান খানের বিষয়ে এক মাস ধরেই বেশ সরব ভারতের মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী নবাব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক তীর ছুড়েছেন এনসিবি ও তার জোনাল ডিরেক্টর সামির ওয়াংখেড়ের দিকে। এমনকি আরিয়ানের মাদক মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

তবে এখনও থেমে যাননি এই মন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে এবার সরাসরি মাঠে নামলেন এই নেতা। নতুন অভিযোগ নিয়ে রীতিমতো করেছেন সংবাদ সম্মেলনে। 

আর তাতে যা তুলে ধরেছেন তা একেবারে চমকপ্রদ!

তার দাবি, আরিয়ানকে অপহরণ করার পরিকল্পনা ছিল। যা ভেস্তে যায় একটা সেলফি প্রকাশ্য হওয়ায়। 

আজ (৭ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে নবাব বলেন, ‘আরিয়ান প্রমোদতরির টিকিট কেনেননি। প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালাই আরিয়ানকে ওখানে ডেকে আনেন। আমি স্পষ্ট বলতে চাই, এটা একটা অপহরণ ও মুক্তিপণের ঘটনা।’

তার দাবি, বিজেপি নেতা মোহিত কাম্বোজ ফাঁদ পেতেছিলেন। সেই পরিকল্পনা মাফিক আরিয়ানকে সেখানে ডেকে নেওয়া হয়। ২৫ কোটি টাকা মুক্তিপণ আদায়ের কার্যক্রম শুরু হয়। ১৮ কোটি টাকায় চুক্তি চূড়ান্ত হয়। তার মধ্যে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল। এরপর একটা সেলফিই পুরো বিষয়টি ভেস্তে দিয়েছে। 

অনেকের ধারণা, নবাব মামলার অন্যতম সাক্ষী গোসাভির তোলা সেলফির দিকে ইঙ্গিত করছেন। আরিয়ানের বিরুদ্ধে মামলা হওয়ার পর গোসাভির সঙ্গে তার সেলফি প্রকাশ হয়। এরপর বেশ কিছু দিন লাপাত্তা হয়ে যান গোসাভি। 

অন্যদিকে নবাবের অভিযোগের পাল্টা মন্তব্য এসেছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) পক্ষ থেকে। তারা জানিয়েছেন, এমন গুরুতর অভিযোগের অবশ্যই নবাবকে প্রমাণ দিতে হবে। 

এনসিবির একটি অংশের প্রশ্ন, যে অভিযোগ প্রকাশ্যে করছেন নবাব, তা নিয়ে কেন তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন না?

সূত্র: এনডিটিভি