শুক্রবার সকাল সাতটার ফ্লাইটে হঠাৎ উড়াল!

হঠাৎ ঢাকা ছাড়লেন ঢাকাই ফিল্মের যুবরাজ শাকিব খান। লক্ষ্য নিউ ইয়র্ক।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন একটি অনলাইন শপিং সাইটের প্রচারণা কাজে। সেখান থেকে বাসায় ফিরেই ব্যাগ কাঁধে চেপে ছুট বিমানবন্দরের দিকে। অবশেষে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৭টার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন খান।

উড়োজাহাজের সিঁড়িতে পা রাখার আগে এটুকু বলে যান, সেখানে তিনি থাকবেন ১০ দিন। এরমধ্যে একদিন ব্যস্ত থাকবেন একটি ইভেন্টে। বাকি ৯ দিন তুলে রেখেছেন নিজের জন্য। 

জানা গেছে, ১৪ নভেম্বর নিউ ইয়র্ক শহরে বসতে যাচ্ছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর এবারের আসর। এতে অন্যতম অতিথি হিসেবে যোগ দেবেন শাকিব খান।

শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‌‘কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি। চ্যানেল আইর অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে চাই। সে জন্যই যাচ্ছি।’

১৬তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি জানান, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে যাচ্ছেন। এরমধ্যে রয়েছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, বন্যা মির্জা, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়াসহ অনেকে।