আরিয়ানদের বিরুদ্ধে মেলেনি ষড়যন্ত্রের প্রমাণ!

আরিয়ানকাণ্ডে ভারতীয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) বেশ কিছু অভিযোগকে আমলেই নিলো না দেশটির হাইকোর্ট।
 
পাশাপাশি এনসিবি যে জবানবন্দি জমা দিয়েছিল, তার আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়, এটা কেবল তদন্তের প্রয়োজনে ব্যবহার হতে পারে।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলার জামিনের নির্দেশনাপত্রে বিষয়গুলো নিয়ে বিস্তারিত লিখেছেন বোম্বে হাইকোর্ট।

সেখানে আদালত জানান, মাদক মামলায় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ানের জামিনের নির্দেশনামায় বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ হলো, অভিযুক্তদের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য মাদক পাওয়া গেছে, তার অর্থ এই নয় যে তাদের অপরাধের ইচ্ছাও ছিল।

জামিনের নির্দেশে বম্বে হাইকোর্টের বিচারপতি লিখেছেন, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু আপত্তিকর পাওয়া যায়নি, যার ওপর ভিত্তি করে বলা যায়, আরবাজ ও মুনমুনের সঙ্গে মিলে আরিয়ান কোনও ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা একই প্রমোদতরিতে ছিলেন। কেবল এই যুক্তিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তি নেই বলেও রায়ে লিখেছেন হাইকোর্ট।

গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরি থেকে আরিয়ান, মুনমুন, আরবাজসহ একাধিক ব্যক্তিকে আটক করে এনসিবি। যার নেতৃত্ব দেন এনসিবির জোনাল ডিরেক্টর সামির ওয়াংখেড়ে। এর পরদিন তাদের গ্রেফতার দেখানো হয়। তখন থেকেই একের পর এক নানা জেরা ও জামিন বিরোধিতা সমালোচনায় ফেলে এনসিবিকে। অভিযোগ ওঠে সামিরকে ঘিরেও। শেষমেশ তাকে সরিয়ে দেওয়া হয়েছে তদন্ত থেকে। এরপর গত ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া