১৪ ডিসেম্বরের যুদ্ধচিত্র উঠে এলো সাধনার পারফরম্যান্সে

বিজয়ের একবারে দ্বারপ্রান্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয় মুক্তিবাহিনী ও পাকিস্তানি হানাদার।

শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ভাঙার প্রচেষ্টার সময় শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার উদ্যোগেই মুক্তিবাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি করে। যার ফলস্বরূপ মুক্তিবাহিনী প্রতিপক্ষকে পরাস্ত এবং ওই অঞ্চল শত্রুমুক্ত করে।

সেই যুদ্ধে শহীদ হন নাম না জানা আরও প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা। সেই ঘটনা নিয়েই নির্মাণ হয়েছে পারফরম্যান্স শো ‘মহানন্দা ৭১’। যা তৈরি করেছে ‘সাধনা’ (আ সেন্টার ফর দ্যা অ্যাডভান্সড অব সাউথ এশিয়ান কালচার)।

সংগঠনের সাধারণ সম্পাদক, নৃত্য গবেষক ও নৃত্যশিল্পী লুবনা মরিয়ম এর নির্দেশনা দিয়েছেন। মূলত সে সময়টাতে তিনি ওই অঞ্চলে আহত মুক্তিযোদ্ধাদের সেবাদানে কাজও করেছেন।

লুবনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে বেশ কিছু প্রশ্ন আমি তুলেছি। যার উত্তর কেউ দিতে পারেনি। আমি এখনও সন্ধান করি সেই দিনের সেই যুদ্ধে নাম না জানা শহীদ পরিবারকে।’

তিনি জানান, বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি উদ্যোগে ‘মহানন্দা ৭১’ নির্মাণ করা হয়। যার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তবে কোনও এক অজানা কারণে এটি আর প্রকাশ করেনি তারা। তাই সাধনার ইউটিউব চ্যানেলে আজ (১৬ ডিসেম্বর) এটি অবমুক্ত হলো।

***ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে