বিজয়ে নাজিফার দেশের গান (ভিডিও)

মহান বিজয়ের আজ (১৬ ডিসেম্বর) ৫০ বছর পূর্ণ হলো। জাতীয় জীবনের অত্যন্ত গৌরবময় এ দিনটি দেশজুড়ে উদযাপন হচ্ছে। দিবসটি ঘিরে বিশেষ আয়োজন চলছে সাংস্কৃতিক অঙ্গনে।

প্রকাশিত হয়েছে অসংখ্য গান। তেমন একটি কাজ নিয়ে সামনে এসেছে নবীন শিল্পী নাজিফা ইবনাত কবির। তার আরও একটি পরিচয় আছে। সে নজরুলসংগীতশিল্পী শহিদ কবির পলাশের মেয়ে। 

নতুন গানটির শিরোনাম- বাংলাদেশের প্রাণ। গীতিকবি বিলাল হোসাইন নূরীর কথা, মাহফুজ বিল্লাহ শাহীর সুরে এর সংগীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল।

উচ্ছ্বসিত নাজিফা ইবনাত কবিরের ভাষ্য, ‌‘শুধু গানই নয়, এর চিত্রায়ণ হয়েছে জাতীয় স্মৃতিসৌধে। সব মিলিয়ে পুরো আয়োজনটিই আমার জন্য স্মৃতিময়।’

এটি নাফিজার প্রথম মৌলিক গান। এর ভিডিওটি পরিচালনায় ছিলেন সা রে গা মা একাডেমির পরিচালক মাহফুজ বিল্লাহ শাহী। ভিডিওগ্রাফি ও সম্পাদনায় ছিলেন রবিউল ইসলাম শিল্প। গানটি সা রে গা মা একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

***ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে