করোনায় আক্রান্ত ‘বাহুবলি’র কাটাপ্পা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি

২০১৫ ও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত দক্ষিণ ভারতীয় সিক্যুয়েল ছবি ‌‘বাহুবলি’র কাটাপ্পা চরিত্র ওরফে অভিনেতা সত্যরাজ করোনায় আক্রান্ত হয়েছেন।  

প্রথমদিন বাসাতেই আইসোলেশনে থাকলেও অবস্থার অবনতি হওয়া তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে আছেন। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, আপাতত তার শারীরিক অবস্থা ভালো।

সত্যরাজের এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি খুব দ্রুত সেরে উঠছেন। এমনটি চললে হয়তো দ্রুতই ভালো খবর দেওয়া সম্ভব।’বাহুবলী-২’র পোস্টার। পাশে কাটাপ্পা

এস এস রাজামৌলির ‘বাহুবলি’ ছবিতে অভিনয় সত্যরাজের ক্যারিয়ারে অন্যতম সংযোজন। এতে তিনি মহেশপতি রাজ্যের অন্যতম খাস ও বিশ্বস্ত যোদ্ধা ছিলেন। কিন্তু ছবির প্রধান চরিত্র রাজপুত্র বাহবলীকে হত্যা করেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে ২০১৫ থেকে ২০১৭ সালে সবচেয়ে চর্চিত হয়। মিম ছড়ায়, কেন বাহুবলিকে হত্যা করেছে কাটাপ্পা? যার উত্তর পাওয়া গিয়েছিল দুই বছর পর ‘বাহুবলি-২’ ছবিতে। বাহুবলিকে হত্যার দৃশ্যটি 

অন্যদিকে, বলিউডের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও করোনার থাবা পড়েছে। অভিনেতা মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাসটি।

সূত্র: দ্য হিন্দু