মনোজ-শবনমের ‌‘নোনাজলের বৃষ্টি’

ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে যায় কক্সবাজার। একই দিনে বৃষ্টি আর শ্রেয়াও যায় সেখানে।

কাকতালীয়ভাবে একই হোটেলে ওঠে সবাই। ঝামেলা বাধে রুম বুকিং নিয়ে। বোর্ডারদের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা। এরপর বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনাক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও তাদের ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভটিজিং করার চেষ্টা করছে! 

এমনই এক মজার গল্প নিয়ে ‘নোনাজলের বৃষ্টি’ নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী প্রমুখ। 

নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এভাবে গল্পের মোড় নেয় অন্যদিকে। সবমিলিয়ে প্রেম-বিরহ আর মজার কিছু ঘটনার মিশেলে কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ 

২২ জানুয়ারি শনিবার রাত আটটায় আরটিভিতে প্রচার হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’।