বরফে স্কি করতে গিয়ে নায়কের মৃত্যু

গ্যাসপার্ড ইউলিয়েল। মাত্র ৩৭ বছর বয়সেই ফরাসি এই অভিনেতা পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু বিধিবাম, এত অল্প বয়সেই পৃথিবী ছাড়তে হলো তাকে। বরফের ওপর স্কি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

শুধু ফ্রান্সেই নয়, তিনি কাজ করেছেন মার্ভেলের আপকামিং ‌‘মুন নাইট’ সিরিজেও।

জানা যায়, নিজ দেশের স্যাভোই প্রদেশে স্কিয়িং করতে গিয়েছিলেন। সে সময়েই বরফের চাঁইয়ের সঙ্গে ধাক্কা খান। মাথায় গুরুতর চোট লাগে। বুধবার (১৯ জানুয়ারি) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

তার পরিবার এবং এজেন্টের দাবি, ধীরে ধীরে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এরপর তিনি মারা যান। 

অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ দেশটির পুরো ইন্ডাস্ট্রি। একের পর এক টুইট বার্তায় শোকপ্রকাশ করছেন সবাই। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্তেক্সের টুইট করে শোক জানিয়ে লেখেন, ‌‘গ্যাসপার্ড ইউলিয়েল সিনেমার হাত ধরেই বড় হয়ে উঠেছিলেন। আর সিনেমা তার হাত ধরে। তিনি সিনেমাকে ভীষণ ভালোবাসতেন। সিনেমাও তাকে ভালোবাসতো। তাকে আমরা আর ছবিতে দেখতে পাবো না- এটা ভেবেই একরাশ দুঃখ জমছে হৃদয়ে। আমরা একজন দুর্দান্ত ফ্রেঞ্চ অভিনেতাকে হারালাম।’

তার জন্য শোক প্রকাশ করেছেন ‘হ্যানিবল রাইজিং’র পরিচালক পিটার ওয়েবার থেকে শুরু করে জ্যাভিয়ার দোলান, জিন হুয়ারদিন, জুলিয়েট বিনোচে, অ্যান্থনি ডেলনের মতো শিল্পীরাও।

গ্যাসপার্ড ইউলিয়েল দু’বার দেশটির সিজার পুরস্কারজয়ী।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি