কোভিড নেগেটিভ হয়েই ‌‌মন্টু পাইলটকে নিয়ে ব্যস্ত মিথিলা

এবার ঢাকা থেকে কলকাতা গিয়েই করোনার সঙ্গে সখ্য গড়তে হলো মিথিলাকে। সূত্রধর অবশ্য, স্বনামধন্য ভারতীয় নির্মাতা-স্বামী সৃজিত মুখার্জি। ধারণা করা যাচ্ছে, মূলত তার সেবা-যত্ন করতে গিয়েই পজিটিভ হন ঢাকার এই অভিনেত্রী। যিনি আবার টলিউডে পর পর চারটি ছবিতে যুক্ত হয়ে তাক লাগলেন দুই বাংলায়।

তবে কোভিড পজিটিভ হয়ে নেগেটিভ হওয়ার ফাঁকে নতুন খবর নিয়ে ফের তাক লাগালেন এই অভিনেত্রী ও শিশু উন্নয়নকর্মী। এবারই প্রথম যুক্ত হলেন ভারতীয় ওয়েব সিরিজে। তাও আবার জনপ্রিয় সিরিজের নতুন সিজনে। হইচই হয়ে সোশাল হ্যান্ডেল ফাটানো সিরিজ ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের অন্যতম চমক হয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা।

শুটিংয়ের ফাঁকে টিম ‌‌‘মন্টু পাইলট’সম্প্রতি করোনা নেগেটিভ ফল পেয়েই সিরিজটির শুটিংয়ে কলকাতার মাঠে ব্যস্ত হলেন তিনি। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘‘প্রথম সুখবর করোনা নেগেটিভ হয়েছি। পরিবারের তিন জনই (স্বামী-সন্তানও নিজে) এখন সুস্থ আছি। পরের সুখবর ‘মন্টু পাইলট’ সিজন-২-এর শুটিং শুরু করেছি ২৭ জানুয়ারি থেকে। চলবে টানা বেশ ক’দিন।’’

এবারও সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এবারও মন্টু পাইলট চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। তবে পরিবর্তন এসেছে তার নায়িকাতে। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা।

তবে কি শোলাঙ্কির চরিত্রেই দেখা যাবে মিথিলাকে? জবাবে এই অভিনেত্রী বললেন, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’

তবে এই যাত্রায় নিজের চরিত্রের চেয়ে নির্মাতা দেবালয় ও সহশিল্পী সৌরভেই বেশি মুগ্ধ মিথিলা। বললেন, ‘সবাই জানেন দেবালয় কতটা মেধাবী নির্মাতা। আর সৌরভ তো অসাধারণ অভিনেতা। ওভারঅল এই দুজনের সঙ্গে একই টিমে কাজ করে আমি খুবই এক্সাইটেড। এখানে বেশিরভাগ সময় গোটা রাত ধরে কাজ হচ্ছে। কারণ, গল্পটা মূলত রাতের। সবাই খুবই আনন্দ করে কাজটি করছি।’

আবার খানিক দুশ্চিন্তাতেও আছেন এই অভিনেত্রী। কারণ, ‘মন্টু পাইলট’ খুবই জনপ্রিয় সিরিজ। ফলে নতুন সিজনেও সেই ধারা অব্যাহত রাখা জরুরি। মিথিলা বললেন, ‘নতুন সিজনের ওপর মানুষের প্রত্যাশা অনেক, এটাই স্বাভাবিক। সেটা ভাবলেই একটু চাপ অনুভব করি। কারণ, সিজনে আমার নতুন উপস্থিতি। ফলে দর্শক এবার উপভোগ না করলে, সেটার দায়ভার আমার ওপরেও বর্তাবে।’

মিথিলা জানান, ‘মন্টু পাইলট’-এর শুটিং শেষ করে চলতি মাসেই ফিরছেন ঢাকায়।