X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
এ সপ্তাহের সিনেমা

প্রেক্ষাগৃহে সার্কাসকন্যা মিথিলা!

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪

মিথিলা আজকাল মিডিয়া ক্যারিয়ারে অনেকটাই ম্লান হয়ে আছেন। কারণ দেশ-বিদেশে তুমুল ব্যস্ত পড়াশুনা, চাকরি আর পারিবারিক কাজে। তবে দুই বাংলায় জমা আছে বেশ ক’টি সিনেমা।

তারই একটি মুক্তি পেলো আজ (১৪ ফেব্রুয়ারি)। নাম ‘জলে জ্বলে তারা’। অভিনেত্রী জানান, বাংলাদেশের ছয়টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।  

‘মূলত একজন ভাসমান নারীর সংগ্রামের গল্প হলেও ছবিতে মিষ্টি একটা প্রেমের গল্পও আছে,’ এমনটাই বললেন রাফিয়াত রশিদ মিথিলা। সরকারি অনুদানে অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় তাকে সার্কাসকন্যা তারা চরিত্রে দেখা যাচ্ছে।

সার্কাসকন্যা হিসেবে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি কর্মসূত্রে (এনজিও উন্নয়নকর্মী) বিশ্বের নানান সমাজের বিভিন্ন শ্রেণির, গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি। তবে আমি বরাবরই চাই, আমার মতো করে চিত্রনাট্যের আদলে যে কোনও চরিত্র হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনও চরিত্রের ছায়া না থাকে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।’

মিথিলার বিপরীতে এতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অভিনেতা বলেন, ‘আমাদের রসায়নটা ছিল দারুণ। দর্শককে নতুন কিছু দিতে চেষ্টা করেছি। আমার কোনও চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবেন না। এবার আমি শতভাগ আলাদা।’

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে শুটিং শুরু হয়ে দ্রুতই শেষ হয়। যদিও সেটি মুক্তির আলো দেখতে সময় নিয়েছে প্রায় চার বছর।

‘জলে জ্বলে তারা’য় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
ভালোবাসা দিবসে বড় পর্দায় ‘জলে জ্বলে তারা’
ভালোবাসা দিবসে বড় পর্দায় ‘জলে জ্বলে তারা’
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!