নেটফ্লিক্সে জেলেনস্কির ‘সার্ভেন্ট অব দ্য পিপল’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন সত্যিকারের নায়ক। সেই সুবাদে তার পর্দার গল্পটা দর্শকদের কাছে ভেসে উঠছে নতুন করে।

দর্শক আগ্রহের কথা বিবেচনা করেই জেলেনস্কি অভিনীত হিট পলিটিক্যাল স্যাটায়ার ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ আবারও উন্মুক্ত করলো নেটফ্লিক্স।

সম্প্রতি নেটফ্লিক্স কর্তৃপক্ষ এমনটাই জানায় টুইটে। 

জেলেনস্কি অভিনীত এই সিরিজে ইউক্রেনীয় এক স্কুলের ইতিহাসের শিক্ষকের বোকামির গল্প তুলে ধরা হয়েছে। আর সেই শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিরিজে দেখানো হয়, সরকারি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভাইরাল হওয়ার পর তাকেই দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়! ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলা এই সিরিজের ৩টি সিজন।