‘শিক্ষাসফর’ হয়ে গেলো ‘লাভ জার্নি’!

ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল শিক্ষাসফরে যায় কক্সবাজার। শিক্ষকের নিয়ম-কানুন এতোটাই কঠিন যে, পুরো সফরে কেউ কোনও মজা করতে পারছে না। শিক্ষকের শর্ত- ছেলে-মেয়েরা একসঙ্গে ঘোরা যাবে না। মেয়েরা তাকে ভাইয়া বলে ডাকতে হবে! ছেলেরা স্যার বলে সম্বোধন করবে। আর যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে। 

এমন এক অদ্ভুত শিক্ষকের ছাত্রীর ভূমিকায় অভিনয় করলেন শবনম ফারিয়া। এতে আরও আছেন মনোজ প্রামাণিক, সাইফ খান, নওশীন মেঘলা, অর্ণব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।

‘লাভ জার্নি’ নামের এই ঈদের নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। রচনা করেছেন সেজান নূর।

এই শিক্ষাসফর একটা সময় মোড় নেয় ভালোবাসার ভ্রমণে! শিক্ষকের কড়া নজরদারিটা ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তোলার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেঁজুতিকে। অগত্যা তারা দুজনে সুযোগ বুঝে দল থেকে পালায়। বেকায়দায় পড়ে যায় শিক্ষক। 

শুরু হয় নতুন নাটকীয়তা। নির্মাতা হাজরা বলেন, ‘গল্পটি মজার ও শিক্ষণীয়। দুটো বিষয় এক করে নাটকটি নির্মাণ করেছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

‘লাভ জার্নি’ প্রচার হবে ঈদের ২য় দিন রাত ৮টায়, একুশে টেলিভিশনে।