ফুটবল মাঠে এসে সিনেমার জন্য অপু বিশ্বাসের দোয়া প্রার্থনা

মাঠে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন অপু বিশ্বাসবাংলা সিনেমার উন্নয়নের জন্য দোয়া প্রার্থনা করলেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস! তবে সেটি কোনও সিনেমার মহরত বা শুটিংয়ে নয়। রাজশাহীর একটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আসরে বিশেষ অতিথির আসনে বসে তিনি এই দোয়া প্রার্থনা করেন। 

শুক্রবার (২৭ মে) বেলা ৪টায় মার্সেলের সৌজন্যে রাজশাহীর বানেশ্বরে আয়োজিত ‘মার্সেল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এ উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ার মেয়ে। আপনাদেরই মেয়ে। আপনারা আমাকে ভালোবাসবেন। আমার সিনেমা দেখবেন। বাংলা সিনেমার উন্নয়নের জন্য দোয়া করবেন।’ 

ভক্তদের হাত তুলে ধন্যবাদ জানাচ্ছেন অপু বিশ্বাসঅনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেতা ও মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আমিন খান। তিনি  বলেন, ‘রাজশাহী বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ এলাকা। এখানকার মানুষগুলোও অনেক ভালো। যাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। আজকে (২৭ মে) এই কলেজ মাঠে দেশের ছেলেরা খেলছে। আমরা আমার দেশকে ভালোবাসি, দেশের সন্তানকে ভালোবাসি, দেশীয় পণ্যকেও ভালোবাসি।’

এ সময় তিনি বিদেশি পণ্য বর্জন করে দেশীয় কোম্পানির পণ্য ক্রয়ে দর্শকদের আহ্বান জানান।

বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বানেশ্বর ফুটবল অ্যাকাডেমি এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে কাঁঠালবাড়িয়া ফুটবল অ্যাকাডেমি এবং নরসিংদীর সাব্বির একাদশ ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে নরসিংদীর সাব্বির একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাঁঠালবাড়িয়া ফুটবল অ্যাকাডেমি।

টুর্নামেন্ট শেষে আমিন খান-অপু বিশ্বাসের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়।অতিথির আসনে বসে আছেন আমিন খান ও অপু বিশ্বাস