X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শাকিবের জন্মদিনে দুই প্রাক্তনের যেমন প্রতিক্রিয়া

বিনোদন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ১৭:৫৯আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৯:৩১

শাকিব খানের সিনেমা হোক কিংবা বিশেষ কোনও দিন, সবার নজর যেন পড়ে থাকে দুই প্রাক্তনের দেয়ালে দেয়ালে। কারণ, এসব বিষয়ে বরাবরই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছেন নিয়মিত। এমন প্রতিযোগিতায় তৈরি করেছেন বিতর্কও। তবে তাতে তারা দুজনের একজনও দমে যাননি। বিপরীতে শাকিব খান ছিলেন শুরু থেকে এখনও, অনেকটাই নির্মোহ চুপ।

ফলে আজ (২৮ মার্চ) শাকিব খান দিনভর ফেসবুকে শুভেচ্ছা বার্তায় ভাসলেও সবাই তাকিয়ে ছিলেন মূলত দুই প্রাক্তন অপু বিশ্বাস ও বুবলীর দিকে।

জন্মদিনের প্রথম প্রহরে শাকিবকে শুভেচ্ছা জানালেন অপু-বুবলী।

সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান!

এদিকে শবনম বুবলীও কম যান না। তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান’। মাঝে জুড়ে দিলেন ভালোবাসার ইমোজি।

ঢাকাই সিনেমার সবচেয়ে সফল চিত্রনায়ক শাকিব খান। ভালোবেসে প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরে শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি। এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারও সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি। অপু-বুবলী দুজনেই এখন শাকিবের জীবনে অতীত। তবে শাকিবের প্রতি প্রাক্তন দুই স্ত্রীর ভালোবাসা যেন বাড়ছে প্রতিযোগিতা করে!

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। অভিনেতার এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে জায়গা করে নিতে শুরু করেন ২০০৭ সাল থেকে।

ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘সিটি টেরর’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘দরদ’।

এই ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!