১ কোটি ৩০ লাখ টাকার সিনে অনুদান পেলেন শাকিব-অপু

ঢালিউডের প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস আবারও একসঙ্গে শিরোনাম হলেন। কারণটা শিল্পী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। 

চলতি বছরের জন্য তাদের আবেদনকৃত দুটি সিনেমা এবার সরকারি অনুদান পেয়েছে। এরমধ্যে ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। শাকিব খানও ‘মায়া’ সিনেমার জন্য একই পরিমাণ অর্থ অনুদান পাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

আজ (১৫ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এবার ৬০, ৬৫, ৭০ ও ৭৫ লাখ করে মোট ১৯ জনকে সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে।

২০২১-২২ অর্থবছরের জন্য ১৯টি চলচ্চিত্রের মধ্যে ১০টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি ৬৫ লাখ টাকা করে। ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র। এবার সর্বোচ্চ ৭৫ লাখ পাচ্ছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।অনুদান পেলেন যারা