মন্দির অবমাননার অভিযোগ রণবীরের বিরুদ্ধে, বয়কটের ডাক

সাত বছর অপেক্ষার পর আসছে রণবীর কাপুর-আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। মাত্রই এসেছে এর ট্রেলার। আর এতেই উঠলো ঝড়!

ছবির একটি বিশেষ দৃশ্য উস্কে দিয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ- এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। পুরাণ, রোমাঞ্চ, সংস্কৃতির মিশেলে তৈরি এই ছবির নায়ক ‘শিবা’ বা রণবীর। তিন শক্তি অগ্নি, জল, বায়ুর অধিপতি। সে হাওয়ায় উড়তে পারে। আগুন তাকে স্পর্শ করতে পারে না। জলেও তার অবাধ বিচরণ। কল্প-রহস্যের মোড়কে নতুন ধারার এই ছবি দর্শকের মন জয় করবে, এমনটাই আশা পরিচালকের। এ দিকে, শুরুতেই খেলো ধাক্কা।

ধর্ম ও পুরাণ নিয়ে তৈরি ছবির বিরুদ্ধেই উঠলো মন্দির অবমাননার অভিযোগ। ট্রেলারের শুরুতেই রণবীর কাপুরের আত্মপ্রকাশ দেখানো হয়। সেখানে দেখা যাচ্ছে, তারুণ্যদীপ্ত এক সাধারণ তরুণ কোনও এক খুশিতে মন্দিরে প্রবেশ করছে। লাফিয়ে উঠে বাজায় ঘণ্টাও। তখনও ধরা পরে সেই তরুণ অর্থাৎ রণবীরের পায়ে আছে জুতা। মন্দিরে জুতা খুলে ঢোকার রীতিই প্রচলিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এই দৃশ্য সেই রীতির অবমাননা করে ধর্মীয় ভাবাবেগে। আর সে কারণে অনেকেই ছবিটি বয়কটের ডাকও দিয়েছেন।

সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তার প্রচার-ঝলক শুরুতেই এমন বিতর্ক তৈরি করে ফেলায় সংশয়ের মুখে ‘ব্রহ্মাস্ত্র’র ভবিষ্যৎ। তবে কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

ছবিতে রণবীরের বিপরীতে আছেন আলিয়া ভাট। এতে  অমিতাভ বচ্চনকে দেখা যাবে শিবার মেন্টর হিসেবে। এছাড়াও দেখা মিললো মৌনী রায় ও চিরঞ্জীবীর। আগামী ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।

সূত্র: এপিবি নিউজ