‘হাওয়া’ পেলো সেন্সর, লক্ষ্য দেশ-বিদেশ

পানিকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’। ২০১৯ সালে শুরু হয়েছিল এর কাজ। ৪০ দিন একটানা মাঝ দরিয়ায় শুট করে ফেরেন অভিনেতা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষিসহ অন্যরা। 

সেই সময় থেকেই আলোচনা আর অপেক্ষা। অবশেষ মুক্তির দোরগোড়ায় মেজবাউর রহমান সুমন পরিচালিত এ ছবি। সম্প্রতি এসেছে এর ছাড়পত্র। রবিবার (৩ জুলাই) এলো নতুন পোস্টারও। যেখানে চঞ্চল চৌধুরীর ভয়ংকর লুক দেখা গেলো।

পরিচালক বলেন, ঈদের আগেই বিনা কর্তনে ছাড়পত্র পেলেও ছবিটি ঈদের জন্য নয়, আসবে পরে। আর লক্ষ্যটা দেশ ও বিদেশ।

এই নির্মাতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে হয়তো প্রথম সপ্তাহে ২০-২৫টি প্রেক্ষাগৃহে আমরা ছবিটি মুক্তি দেবো। আর দেশের বাইরের হলগুলো নিয়েও ভাবছি। সব বিষয় আয়ত্তে এলেই আমরা মুক্তির দিনক্ষণ ঘোষণা করবো।’

ছবিটির অন্যতম অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে আছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, ইরেশ যাকের, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ অনেকে।

ছবিটির প্রচারণা নিয়ে সুমন বলেন, ‘আমরা আজ (৩ জুলাই) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় যাচ্ছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চরিত্র দর্শকদের সামনে তুলে ধরা হবে ধারাবাহিকভাবে। যার শুরুটা হলো চঞ্চল চৌধুরীকে দিয়ে। এর মধ্যেই আমরা মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করে ফেলবো।’

২০১৯ সালে শুরু হয় হাওয়ার শুটিং। ওই সময় প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম পোস্টার। এরপর করোনার কারণে পরের দুই বছর স্থবির ছিল সব কাজ। গত এপ্রিলে প্রকাশ পায় ছবির অফিসিয়াল পোস্টার। তখন আবারও আলোচনা ‘মাথাচাড়া’ দিয়ে ওঠে ‘হাওয়া’। গত ৬ জুন আসা ট্রেলারে ছবিটিকে ঘিরে তৈরি হলো দর্শকদের তুমুল আগ্রহ। 

‘হাওয়া’র গল্পটা অনেকটা রূপকথার মতো। জেলেদের গভীর জলে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। মাঝ দরিয়ায় জেলেদের মাঝে উপস্থিত হওয়া এক নারীকে ঘিরে এর গল্প এগোবে।