কোক স্টুডিও বাংলা

দুটি ঐতিহাসিক গানের মেলবন্ধনে শেষ হলো প্রথম মৌসুম

অধিকার আদায়ের ঐতিহাসিক দুই গানের যৌথ পরিবেশনা দিয়ে ইতি টানলো ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম মৌসুম। ১৫ শিল্পীর কণ্ঠে অর্ধশত মিউজিশিয়ানের অংশগ্রহণে নতুন আবহে তৈরি হলো ‘হেই সামালো’ নামের আয়োজনটি। 

১৯৪৬-১৯৪৮ সালে তেভাগা আন্দোলন নিয়ে ‘হেই সামালো’ গানটি লিখে সুর করেছেন সলিল চৌধুরী। এরসঙ্গে যুক্ত করা হলো ভাষা আন্দোলনকে ঘিরে ১৯৫২ সালে আব্দুল লতিফের অমর সৃষ্টি ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’।

দুটি ঐতিহাসিক গানের এই মেলবন্ধনে যথারীতি অর্ণবের নেতৃত্বে কণ্ঠে যুক্ত ছিলেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, সুনিধি নায়েক, ঋতুরাজ, কণা, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, নন্দিতা, মাশা, রুবাইয়াত রহমান, জান্নাতুল ফেরদৌস, সিনা হাসান, রিপন ও অনিমেষ রায়।

প্রথম সিজন শেষ হওয়া প্রসঙ্গে কোক স্টুডিও বাংলার অন্যতম সদস্য ও কণ্ঠশিল্পী ওয়ার্দা আশরাফ বলেন, ‘শেষ হয়ে গেলো প্রথম সিজন, তবে রেশটুকু শেষ হয়নি। রেশটুকু লেগে থাক অন্তরে। সৃষ্টি হোক নতুন নতুন সিজনের। আমরা আবার ফিরে আসতে চাই, বাস করতে চাই আমাদেরই গড়া ইতিহাসে, সংস্কৃতি, সত্য ও সুন্দরে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সকলকে। যে ভালোবাসার আদান-প্রদান এবং বন্ধনের সৃষ্টি হয়েছে, সেটি জিইয়ে থাক।’

১ সেপ্টেম্বর রাতে প্রথম মৌসুমের শেষ গান প্রকাশের সঙ্গে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে দেওয়া হয় একটি বিশেষ বার্তা। সেটি হলো, ‘‘অধিকার আদায়ে কখনও এক ইঞ্চিও ছাড় দেইনি আমরা। যতবার বাধা এসেছে ততবার আমরা প্রতিবাদে সরব হয়েছি। আর সেই প্রতিবাদের অন্যতম মাধ্যম ছিল আমাদের গণসংগীত। মানুষের দুর্বার জেগে ওঠার, নিজের অধিকার আদায়ে সোচ্চার হবার এক জীবন্ত দলিল ‘হেই সামালো’ গানটি। বাংলা ভাষার প্রতি ভালোবাসাই আমাদের প্রথম মৌসুম-এর শেষ পরিবেশনা। দেখা হবে শিগগিরই দ্বিতীয় মৌসুমে।’’

কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমের শুরুটা হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আবহসংগীত ‘একলা চলো রে’ প্রকাশ করার মাধ্যমে। সেই শুরু। এরপর দশটি গানে সাজানো হয় প্রথম মৌসুম। যার বেশিরভাগই ছিল লোকঘরানার ফিউশন। মৌসুমের প্রথম গান ছিল ‘নাসেক নাসেক’, অনিমেষ রায় ও পান্থ কানাইয়ের কণ্ঠে গানটি রীতিমতো ঝড় তোলে। পরের গানগুলো অবশ্য নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে অতিক্রম করে।

প্রথম মৌসুমে অনিমেষ-পান্থ ছাড়াও গান করেছেন বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, অর্ণব, তাহসান খান, দিলশাদ নাহার কণা, নিগার সুমি, বগা তালেব, ঋতুরাজ, নন্দিতা, মিতু, জালালি সেট (ব্যান্ড), মাশা ইসলাম, সৌম্যদীপসহ অনেকে।