শুভ জন্মদিন

বেজবাবার কাছে জেমস একজন ‘অসম্ভব’!

তথ্য বলছে, আজ রবিবার (২ অক্টোবর) ৫৮ বছরে পা দিয়েছেন ফারুক মাহফুজ আনাম জেমস। কিন্তু তার কণ্ঠের কাছে, জীবনী শক্তির কাছে বয়স তো তুচ্ছ বিষয়। সেটার প্রমাণ মেলে যখন তিনি স্টেজে ওঠেন। এখনও কনসার্ট মাতাতে জেমসের বিকল্প তিনি নিজেই।

সুদীর্ঘ চার দশকের সংগীত জীবনে জেমস শুধু নিজেকেই বিকশিত করেননি, পরবর্তী একাধিক প্রজন্মকে পথ দেখিয়েছেন, তাদের জন্য অনুপ্রেরণা হয়েছেন। তেমনই একজন সাইদুস সালেহীন খালেদ সুমন তথা বেজবাবা সুমন। দেশের বেজ গিটার ইতিহাসে সবচেয়ে সফল গণ্য করা হয় তাকে। সেই সুমন জানালেন, তার অনুপ্রেরণাও জেমস।

নগরবাউলের জন্মদিনে অকপটে বেজবাবা বললেন, “আমি অনেক ভাগ্যবান আপনার সঙ্গে মিউজিক করতে পারার জন্য, আমি অনেক ভাগ্যবান ‘ফিলিংস’-এর মত একটা ব্যান্ডের বেজ প্লেয়ার হতে পারার জন্য, আমি অনেক ভাগ্যবান আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারার জন্য।”

এই ফাঁকে বলা প্রয়োজন, নব্বইয়ের দশকের গোড়ার দিকে জেমসের গড়া ‘ফিলিংস’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন সুমন। বছর তিনেক জেমসের গানে বাজিয়েছিলেন তিনি। সেই স্মৃতি হাতড়ে বেজবাবা লিখেছেন, “আমার এসএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে। এক বন্ধুর বেজ গিটার ধার করে ‘ফিলিংস’ ব্যান্ডের রিহার্সালে গেলাম বেজ বাজাতে (পরে জানতে পেরেছিলাম সেটা অডিশন ছিলো)। সে দিনটার কথা এখনও খুব স্পষ্ট মনে আছে আমার।”

সুমনের কাছে জেমস শুধু বড় ভাই-ই নন, একজন ‘অসম্ভব’! তার ভাষ্য, “প্রিয় জেমস ভাই, আপনাকে নিয়ে কিছু লিখতে শুরু করলে একটা বই লেখা হয়ে যাবে। আপনি তারায় তারায় যা রটিয়ে দিয়েছেন, সে সব আমাদের হাজার বছরের অনুপ্রেরণা। মিউজিকের বাইরে আমার চোখে আপনি শুধুমাত্র একজন বড় ভাই নন, আপনি একজন ‘অসম্ভব’! শুভ জন্মদিন গুরু!”

বলতে কারও দ্বিধা হয় না, জেমস তারকাদেরও তারকা। প্রকৃতপক্ষে রকস্টার শব্দটি তার নামের সঙ্গেই শোভা পায়। তাই ক্যালেন্ডারের পাতায় ২ অক্টোবর তারিখটি আসলে শুধু সাধারণ শ্রোতারা নয়, দেশের পুরো বিনোদন জগতের মানুষেরাও নগরবাউলের বন্দনায়, শুভেচ্ছায় সরব হন।

সুমনের ফেসবুক পোস্ট: