X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

আরব কনসার্টে রকস্টার জেমস

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৪:১১আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১৬

সৌদি আরবের রিয়াদে ৩০ এপ্রিল-৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘রিয়াদ সিজন’। গত সাত বছর ধরে অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি সরকার। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা। এবারের  নাম ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এটি অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের দাম্মাম শহরে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হবে। সেইসঙ্গে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ থেকে যারা এই অনুষ্ঠানে এবার গান গাইবেন তাদের মধ্যে রকস্টার মাহফুজ আনাম জেমস অন্যতম। তিনি এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে  নিজের দল ‘নগরবাউল’ নিয়ে গান গাইতে গিয়েছিলেন। এবারও পেয়েছেন আমন্ত্রণ।

এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’

জেমস ছাড়াও অনুষ্ঠানে গাইবেন দিলশাদ নাহার কনা, ইমরান, মিলা প্রমুখ।

আয়োজনের ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

শুধু বাংলাদেশই নয়, এই আয়োজনে আরও অংশ নিচ্ছে সুদান, ­­­­­­­ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এখানে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও এখানে হস্তশিল্প প্রদর্শনী, দেশীয় ঐতিহ্যবাহী খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালার আয়োজন করা হয়েছে।

/সিবি/
সম্পর্কিত
ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!
ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!
হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট
হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট
তারুণ্যের উৎসবে জেমস
তারুণ্যের উৎসবে জেমস
‘ফ্লাওয়ার ফেস্ট’ মাতাবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড
‘ফ্লাওয়ার ফেস্ট’ মাতাবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’