ছয় দশকেও সমুজ্জ্বল শম্পা রেজা

বাংলাদেশের শীর্ষ মডেল আইকনদের একজন শম্পা রেজা। যিনি একাধারে কণ্ঠশিল্পী-অভিনেত্রীও বটে। চার বছর বয়স থেকে গান আর ১৪ বছর থেকে অভিনয়। মাঝে পড়াশোনা করেছেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ছয় দশকের বর্ণিল জীবন পেরিয়ে এখনও তার কণ্ঠ, ব্যক্তিত্ব আর অভিনয়শৈলী দাগ কাটে মানসপটে।

তারই সর্বশেষ নজির ঘটলো কয়েক ঘণ্টা আগে, সোশাল হ্যান্ডেলে। একেবারে চোখ-ধাঁধানো গেটআপে হাজির হলেন এই তারকা। যেখানে তিনি সাদা খোলা চুলে হাজির হয়েছেন ওয়েস্টার্ন লুকে। গায়ে জড়িয়েছেন জিন্সের ডাঙ্গেরি আর জামদানি কাপড়ে তৈরি জ্যাকেটে। সিক্স ইয়ার্ডস স্টোরির আয়োজনে বিশেষ এই ফটোশুটের ছবি প্রকাশের পর ১৯ ঘণ্টায় আট শতাধিক শেয়ার হয়েছে অ্যালবামটি। মন্তব্য পড়েছে চার শতাধিক। ছবিগুলো দেখে নেটিজেনরা যেন আনন্দ আর বিস্ময়ে ভাসছেন।

এই আলোচিত ফটো অ্যালবাম তৈরির পেছনের গল্প জানতে বাংলা ট্রিবিউন যোগাযোগ করে শম্পা রেজার সঙ্গে। তিনি বলেন, ‘সবাই অনেক প্রশংসা করছে ছবিগুলো দেখে। যদিও আমি কোনও সোশাল হ্যান্ডেল ব্যবহার করি না। কিন্তু মুঠোফোনে-হোয়াটসঅ্যাপে প্রচুর পজিটিভ কমেন্ট পাচ্ছি। এটাই আমার আনন্দ।’

শম্পা রেজা মূলত শাড়ির পাশাপাশি সব রকমের পোশাক পরতে অভ্যস্ত, যদিও তাকে এমন লুকে এর আগে পাওয়া যায়নি। ফলে তার এমন ভিন্ন লুকে নতুনত্ব খুঁজে পেয়েছেন সবাই। এমন ভিন্ন গেটআপে হাজির হওয়া প্রসঙ্গে শম্পা রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরাবরই আমি বাংলাদেশটাকে ক্যারি করতে চাই আমার ফ্যাশনে। তো এবার যখন কয়েকজন ইয়াং লেডি এসে বললো, তরুণ প্রজন্মের কাছে দেশি জামদানির প্রসারের লক্ষ্যে তারা কাজটি করতে চায়। তখন আমি আনন্দ আর দায়িত্ব নিয়েই কাজটা করি। এবারও তাই করেছি।’

১৯৭৫ সালে যখন তিনি দশম শ্রেণির শিক্ষার্থী, তখন তার অভিনয় জীবন শুরু হয়েছিল। সেলিম আল দীন পরিচালিত ‘অস্ত্রোতগন্ধ’ নামের সেই নাটকটিতে অভিনয় করে সাফল্য অর্জন করেন। এরপর তো গান, মডেলিং, সঞ্চালনা, আবৃত্তি, অভিনয়- চলতে থাকে সমান্তরাল। যদিও বরাবরই এই অভিনেত্রী কাজ করেছেন একেবারে বেছে বেছে, পথ চলেছেন ধীরলয়ে। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন সাজ্জাদ হোসেন দোদুলের ধারাবাহিক ‘মুসা’র কাজে। আন্ডারওয়ার্ল্ড নিয়ে তৈরি নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে।

অভিনয় প্রসঙ্গে শম্পা রেজা বলেন, ‘বলতে দ্বিধা নেই, আজকাল আমাদের এখানে চিত্রনাট্যের অবস্থা খুব খারাপ। কাজ করতে চাই, কিন্তু চিত্রনাট্য পড়লে আর মন টানে না। তবে এখন দোদুলের যে কাজটি করছি, এটি করে কিছুটা স্বস্তি পাচ্ছি। ওরা চিত্রনাট্যে মনোযোগ দিয়েছে।’

উল্লেখ করা উচিত, শম্পা রেজার আলোচিত এই ফটোশুট করেছেন তানভীর আলী। জামদানি জ্যাকেট দিয়েছে কারুতন্ত্র। লোকেশন ও ম্যাকআপে ল্যারিসা ফজলে এবং জুয়েলারি দিয়েছে সিক্স ইয়ার্ডস স্টোরি।