বিশ্বকাপ উন্মাদনায় তৌসিফ-জোভান, সঙ্গে পায়েল

ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান। দুজনের ক্যারিয়ার শুরু প্রায় একই সময়ে। তরুণ দর্শকের কাছে দুজনেই পেয়েছেন গ্রহণযোগ্যতা। একসঙ্গে বহু নাটকে তারা অভিনয় করেছেন। তবে মাঝে দীর্ঘদিন তাদের এক গল্প-নির্মাণে পাওয়া যায়নি।

সেই বিরতি ভাঙলো আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে। একটি খণ্ড নাটকে কাজ করছেন তরুণ তারকাদ্বয়। এর নাম ‘জার্সি’। নাটকটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তৌসিফ ও জোভানের সঙ্গে থাকছেন কেয়া পায়েল।

অভিনেতা জোভান বাংলা ট্রিবিউনকে জানালেন, মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুরে চলছে শুটিং। সেটা বৃহস্পতিবার (১০ নভেম্বর) শেষ হবে।

জোভান বললেন, ‘আমি আর তৌসিফ অনেক দিন পর একসঙ্গে কাজ করছি। তার ওপর ফুটবল বিশ্বকাপ ঘিরে গল্প। খুব মজা আর আনন্দ নিয়ে শুটিং করছি। এছাড়া আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালো লাগে। কারণ, তার গল্প উপস্থাপন দারুণ।’

দুই বন্ধুর ফুটবল উন্মাদনা ঘিরেই ‘জার্সি’র গল্প আবর্তিত হয়েছে। এতে হাস্যরসের পাশাপাশি ফুটবল খেলার প্রতি তারুণ্যের আবেগ-ভালোবাসা ফুটে উঠবে। বিশ্বকাপ চলাকালীন নাটকটি প্রচার হবে। এখনও তারিখ চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, চলতি নভেম্বরেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। বিশ্বের সবচেয়ে বড় এই আসর এবার বসছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আগামী ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ।