অভিনেত্রী হিসেবে টলিউডে সুনাম অর্জন করেছেন মিমি চক্রবর্তী। তবে নিজেকে কেবল এই পরিচয়েই সীমাবদ্ধ রাখেননি তিনি। মেলে ধরেছেন আরও বিভিন্ন ক্ষেত্রে। এর মধ্যে সবচেয়ে বড় জায়গাটি হলো রাজনীতি। অনেকদিন ধরেই রাজনীতির মাঠে সক্রিয় তিনি।
পশ্চিমবঙ্গের যাদবপুরের লোকসভা সংসদ সদস্য হিসেবে বেশ কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন মিমি।
রাজনীতির সুবাদে মানুষের আরও কাছাকাছি পৌঁছে গেছেন এই নায়িকা। তবে মাঝেমধ্যে শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, মানবিকবোধ থেকেই অসহায় মানুষের ত্রাতা হয়ে ওঠেন এ অভিনেত্রী।
শুক্রবার (১১ নভেম্বর) তেমনই একটি ঘটনা ঘটলো। পশ্চিমবঙ্গের ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের পাঁচজন যক্ষ্মা রোগীর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন মিমি চক্রবর্তী। তাদের চিকিৎসা ছাড়াও প্রয়োজনীয় খাবারসহ সংশ্লিষ্ট সবকিছুর ব্যবস্থা করবেন তিনি।
ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেলো, কিছুদিন আগে ভাঙড়ের জিড়ানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মিমি। নতুন কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়েই মানবিকতার পরিচয় দিলেন তিনি। ফলে রাজ্যজুড়ে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সবাই।
এ বিষয়ে টুইট করে মিমি বলেছেন, “আজকে (শুক্রবার) যাদবপুর লোকসভার ভাঙড় বিধানসভার ‘নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র’ পরিদর্শন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার কিছু মুহূর্ত। সর্বোপরি যক্ষ্মা রোগীদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে আমার অফিসের পক্ষ থেকে ৫ জন যক্ষ্মা রোগীর দায়িত্বও নেওয়া হলো।”
এদিকে নতুন সিনেমা নিয়ে শিগগিরই পর্দায় আসছেন মিমি। এর নাম ‘খেলা যখন’। অরিন্দম শীল পরিচালিত এই সিনেমা তার সঙ্গে আরও আছেন অর্জুন চক্রবর্তী, বিক্রম ঘোষ, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ। আগামী ২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
সূত্র: নিউজ১৮