X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ০১:০৩আপডেট : ১৩ জুন ২০২৪, ১২:৪৩

দেশের সবচেয়ে বড় নায়ক শাকিব খান। দেশের সবচেয়ে সফল বহুমাত্রিক অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের সবচেয়ে বাণিজ্যিক সফল নির্মাতা রায়হান রাফী। দেশের অন্যতম মুগ্ধময় মডেল-সঞ্চালক-অভিনেত্রী নাবিলা এবং দেশের দুই প্রশংসিত প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল।

বুধবার (১২ জুন) রাতে সাংবাদিকদের সাক্ষী রেখে প্রথমবার একই মঞ্চে ঢাকার অভিজাত এক হলরুমে বসলেন সবাই। টিম হিসেবে যেটি এই সময়ে ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী। তাদের উদ্দেশ্য এক, মুক্তিপ্রতীক্ষিত ‘তুফান’ সম্পর্কে গল্প করা। কিন্তু সবকিছু ছাপিয়ে যেন অন্যআলো হয়ে ধরা দিলেন কলকাতা থেকে উড়ে আসা মিমি চক্রবর্তী। চলনে-বলনে মুহূর্তেই হয়ে উঠলেন সব সেরাদের মধ্যমণি। এমনকি গ্রুপ ছবিতে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি নিজ হাতে এঁকে দিলেন ভালোবাসার চিহ্ন; হার্ট। মূলত সেটি সাংবাদিকের ক্যামেরা ও কলম ধরে গোটা বাংলায় ভালোবাসার হৃৎস্পন্দন ছড়িয়ে দেওয়ার উপলক্ষ মাত্র। 

মিমির ভালোবাসা চিহ্নে মুগ্ধ হওয়ার আগে সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘তুফান’ তৈরির নানা অজানা কথা। শিল্পীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান সবাইকে। ‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন

শাকিব খান নতুন করে পুরনো ভবিষ্যদ্বাণীই করলেন। বললেন, ‘‘দর্শক আমাদের পাশে থাকলে ‘তুফান’ ইতিহাস গড়বে।’’  

মিমি বললেন, ‘মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল।’   

নাবিলা বললেন, ‘‘এত বছর পর বড় পর্দায় ফিরছি ‘তুফান’ দিয়ে। সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি।’’

বলা দরকার, নাবিলার প্রথম সিনেমাটিও সুপারহিট। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। যেখানে তার নায়ক হিসেবে পেয়েছিলেন চঞ্চল চৌধুরীকে। এত বছর পর ফের এই ছবিতেও সহশিল্পী হিসেবে চঞ্চলকে পেলেন নাবিলা। সেটি নিয়েও নায়িকার স্বস্তি কম নয়। 

‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন এদিকে চঞ্চল চৌধুরী বললেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’ 

ক্যাপ্টেন অব দ্য ‘তুফান’ রায়হান রাফী বললেন, ‘‘তুফান’ এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে।’’ 

ঈদুল আজহায় দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘তুফান’। আলফা আই স্টুডিওস লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্য দেশব্যাপী ঝড় উঠেছে। ঢালিউড মেগাস্টার শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি-সব মিলিয়ে দর্শকের আগ্রহের পারদ এখন সব মাত্রা ছাড়িয়ে গেছে। দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্স ও বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলো এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে ‘তুফান’ প্রদর্শনের। এরমধ্যে অগ্রিম টিকিটও বিক্রি করছে অনেকে। ‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন

আলফা আই স্টুডিওস-এর ব্যানারে নির্মিত ছবিটির ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসভিএফ।

/এমএম/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে