বরং উৎসবমুখর মিথিলা

এই তো কদিন আগের কথা। আচমকা গুঞ্জন ছড়িয়ে পড়লো, ভালো যাচ্ছে না রাফিয়াত রশিদ মিথিলার ঘর-মন-কলকাতা জীবন। সৃজিত মুখার্জির সঙ্গে তার নাকি সম্পর্কে চিড় ধরেছে। যদিও গুঞ্জন মজবুত হওয়ার আগেই তা উড়িয়ে দিলেন অভিনেত্রী। জানালেন, পেশাগত ব্যস্ততার কারণেই সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে কম থাকা হচ্ছে। বিচ্ছেদের সুর নয়, বরং ভালোবাসার গানেই তারা ডুবে আছেন।
 
তারই প্রতিধ্বনি ও ছবি মিলছে এবার। আজকাল যেন উৎসবে মেতে উঠলেন মিথিলা। মুক্তির আগেই তার টলিউড সিনেমা একের পর এক উৎসবে অংশ নিচ্ছে। মিলছে প্রশংসা। শনিবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হচ্ছে তার প্রথম টলিউড সিনেমা ‘মায়া’।
 
এবার তিনি জানালেন, বহুল আলোচিত ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও তার আরেকটি সিনেমা প্রদর্শিত হবে। সেটির নাম ‘নীতিশাস্ত্র’। পরিচালনায় অরুনাভ খাসনবিশ। রবিবার (১১ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। 

আগামী ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার সবচেয়ে বড় এই সিনে উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বিশাল এই আয়োজনে হাজির হবেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ অনেক তারকা। সেখানে হাজির থাকছেন মিথিলা ও তার ছবি!
 
মিথিলার উৎসবমুখ দুই ছবির পোস্টারএই উৎসবের দ্বিতীয় দিন (১৬ ডিসেম্বর) নজরুল তীর্থতে ‘নীতিশাস্ত্র’র প্রথম প্রদর্শনী হবে বিকাল ৫টায়। এরপর ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রবীন্দ্র সদনে হবে ছবিটির দ্বিতীয় প্রদর্শনী।

উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা খুব আনন্দের একটা বিষয় যে কলকাতায় আমার যে ছবিগুলোর কাজ সম্পন্ন হয়েছে, সেগুলো অবশেষে মুক্তির মিছিলে এলো। মুক্তির আগেই বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। আগামীতে প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। তবে ছবিগুলো যে সমালোচকদের প্রশংসা পাচ্ছে, মানুষ আমার পারফরম্যান্স পছন্দ করছেন, সেটাতেই আমি ভীষণ খুশি।’

তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে ‘মায়া’ প্রদর্শিত হওয়ার পর দর্শক ও সমালোচকের ভূয়সী প্রশংসা পেয়েছেন বলেও জানালেন মিথিলা। উৎসব থেকে ছবিটির পক্ষে আসতে পারে বেশক’টি স্বীকৃতিও। আপাতত সেই অপেক্ষায় অধীর মিথিলা। কারণ, টলিপাড়া থেকে প্রথম স্বীকৃতি বলে কথা!
 
উল্লেখ্য, ‘নীতিশাস্ত্র’ মূলত একটি অ্যান্থলজি সিনেমা। এখানে চারটি গল্পে অভিনয় করেছেন কলকাতার বিভিন্ন অভিনয় শিল্পী। এরমধ্যে মিথিলা অভিনয় করেছেন ‘ধী’ শীর্ষক গল্পে। অন্যান্য গল্পে আরও আছেন ঋতব্রত মুখার্জি, শান্তিলাল মুখার্জি, ইমন চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী।‘নীতিশাস্ত্র’তে রাফিয়াত রশিদ মিথিলা