X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৫:০২আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:১৪

স্বীকৃত না হলেও বিষয়টা এখন অনেকটাই সত্য যে, ঢাকাই সিনেমা ঈদকেন্দ্রিক হয়ে গেছে। যে দেশে ঈদ উৎসবে মোটে দেড়শ প্রেক্ষাগৃহের দুয়ার খোলে, সেখানে এক ঈদেই কিনা মুক্তি পাচ্ছে এক ডজনের বেশি সিনেমা! ব্যাপারটিকে ‘আত্মঘাতী’ বলে মনে করছেন প্রদর্শকরাও। তবু পিছু হটছেন না কেউ।

এ পর্যন্ত মুক্তির ঘোষণা দেওয়া ছবিগুলোর মধ্যে নায়িকা হিসেবে থাকছেন একাধিক প্রজন্মের বেশ কয়েকজন নায়িকা। কারও হচ্ছে অভিষেক, কেউ ফিরছেন লম্বা বিরতির পর; আবার কেউ জারি রাখছেন নিয়মিত যাত্রা। সেই নায়িকাদের খবরাখবর নিয়ে এ আয়োজন…

শবনম বুবলী

২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে তার সিনেমা। এবারের ঈদেও ছবি সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি। এছাড়া ঈদের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি ‘দেয়ালের দেশ’ রয়েছে তার ঝুলিতে। মিশুক মনি নির্মিত এই ছবিতে তার সঙ্গে আছেন শরিফুল রাজ। টিজার, গান, পোস্টার ইত্যাদি বিবেচনায় এটিকে ঈদের সেরা ছবি বলেও অনুমান করছেন অনেকে। এছাড়া জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ নিয়েও পর্দায় আসছেন বুবলী। এখানে তার সঙ্গে তিন নায়ক—সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলন।

‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলী নিজের দুটি সিনেমা নিয়ে বুবলীর বার্তা, “কে কোন সিনেমা দেখবে, এটা তার ব্যক্তিগত পছন্দ। তবে আমি চাই, দর্শক আমার দুটি সিনেমাই দেখুক। দুটো দুই প্যাটার্নের সিনেমা, ‘দেয়ালের দেশ’র বুবলীর সঙ্গে ‘মায়া’র বুবলীকে মেলাতে পারবেন না। ইতোমধ্যে গান, টিজার ইত্যাদি সবাই ভালোভাবে গ্রহণ করেছেন, আশা করি ছবিগুলো দেখলে আরও বেশি উপভোগ করবেন।”

পূর্ণিমা

সিনেমা প্রায় ছেড়েই দিয়েছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা। দীর্ঘ দিন পর ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’-এ অভিনয় করলেন। এতে তার সঙ্গে আছেন ফেরদৌস আহমেদ। করোনা মহামারির সময়কার জীবন সংকট-সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যদিও সিনেমাটি নিয়ে তার পক্ষ থেকে কোনও প্রচারণা দেখা যায়নি এখনও।

‘আহারে জীবন’ ছবির পোস্টার পূজা চেরী

এ প্রজন্মের নায়িকা। সম্ভাবনা যেমন জাগিয়েছেন, তেমনি সাফল্যও পেয়েছেন। এই ঈদে তার অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি মুক্তি পাচ্ছে। কামরুজ্জামান রোমান পরিচালিত এ ছবিতে তার সঙ্গে আছেন আদর আজাদ। ঈদ মিছিলে যুক্ত হওয়া প্রসঙ্গে পূজার ভাষ্য, ‘আমি এখানে কোনও প্রতিযোগিতা দেখছি না। কারণ আমাদের সিনেমা কমে যাচ্ছে। ফলে কেউ ছবি করলে ঈদে আসার স্বপ্ন দেখে। আমি চাই, সব সিনেমাই দেখুক দর্শক; একটি একটি করে। সবগুলো সিনেমার জন্যই আমার পক্ষ থেকে শুভকামনা।’

আদর আজাদ ও পূজা চেরী রাফিয়াত রশিদ মিথিলা

এখন তার ব্যস্ততা দুই বাংলায়। এইতো কদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ও অভাগী’। প্রশংসাও পেয়েছে বেশ। এবার দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন, কঙ্কনদাসী হয়ে! ছবির নাম ‘কাজলরেখা’। গিয়াস উদিন সেলিম নির্মিত এই ছবিতে শরীফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই রয়েছেন। কঙ্কনদাসীর ভূমিকায় মিথিলা

চার অভিষেক

এই ঈদে চারজন অভিনেত্রীর অভিষেক হচ্ছে বড় পর্দায়। এর মধ্যে মন্দিরা চক্রবর্তী ও সাদিয়া আয়মানের সূচনা হচ্ছে ‘কাজলরেখা’ ছবির মাধ্যমে। অন্যদিকে আহমেদ হুমায়ুন পরিচালিত ‘পটু’ দিয়ে অভিষেক হচ্ছে আফরা শাইয়ারার। এছাড়া জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’-এ অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। এতে তার নায়ক জায়েদ খান। সাদিয়া আয়মান, মন্দিরা চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা ও আফরা শাইয়ারা

/কেআই/
সম্পর্কিত
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!