আড়াই মাসে ১৮ নাটক: পর্দার আড়ালে চলছে কী?

একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন। তাদের অনস্ক্রিন রসায়ন জমছেও বেশ। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের মধ্যকার সম্পর্ক মধুর। এটা কি পর্দার সম্পর্ক ছাড়িয়ে আড়ালেও মোড় নিয়েছে প্রেমে? 

প্রশ্নটা একেবারেই অবান্তর নয়। কেননা ফেসবুক অ্যাকাউন্টের কাভারে দুজনের রোম্যান্টিক ছবি কিংবা উপহার দেওয়ার প্রকাশ্য পোস্ট; পর্দার আড়ালে নতুন সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত দেয়।
 
বলা হচ্ছে, অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমানের কথা। গত কয়েক মাসে তারা এত বেশি নাটকে একসঙ্গে কাজ করেছেন, অন্য কোনও জুটি সেটার ধারে-কাছেও নেই।
 
অহনার সঙ্গে পর্দার রসায়ন এবং বাস্তব জীবনের সম্পর্ক দুটো বিষয় নিয়েই বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বললেন শামীম হাসান সরকার। তিনি জানালেন, গত আড়াই মাসে তারা মোট ১৮টি নাটকে কাজ করেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ১৯তম নাটকের শুটিং করছেন এ জুটি।
 
একসঙ্গে এত কাজের পেছনে রহস্য কী? প্রশ্নটা শুনে সরকারের স্পষ্ট জবাব, ‘রহস্যের কিছু নেই। আমরা কোনও সম্পর্কের মধ্যে নেই। আমরা খুব ভালো বন্ধু। তাছাড়া অভিনয়ের ক্ষেত্রে আমাদের বোঝাপড়া দারুণ। অভিনয় করতে গেলে তো আসলে সহশিল্পীদের কাউন্টার দিতে হয় আমাদের। তো যখন একজন ভালো অভিনেত্রী পাশে থাকে, তখন নিজের স্পিডও বেড়ে যায়। এ কারণে আমিও কাজগুলো উপভোগ করছি।’

অনেক কাজ হলেও তাতে বৈচিত্র্য রাখার চেষ্টা করছেন বলে জানালেন শামীম। তার ভাষ্য, ‘এই ফাঁকে কিন্তু আমি সারিকা সাবাহর সঙ্গেও কাজ করছি। যেমন সামনেই দুটো নাটকের শুটিং আছে ওর সঙ্গে। অহনার সঙ্গে কাজ বেশি হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি, যাতে বিরক্তিকর না হয়ে যায়। এজন্য বিভিন্ন ধরণের গল্পে-চরিত্রে কাজ করছি।’

কাভার ছবির প্রসঙ্গে শামীম হাসান সরকারের মন্তব্য, “পেশাগত জায়গা থেকে আমাদের জুটি দর্শকরা পছন্দ করছেন, আমরাও উপভোগ করছি। এটা ‘শ্বশুরবাড়ি নোয়াখালী ২’ নাটকের ছবি। আমি ক্যাপশনে কিছু বলিনি বা হার্ট ইমোজি দেইনি। তবে হ্যাঁ, একটা মানুষ কভার ছবিতে তখনই স্থান পায়, যখন সে ক্লোজেস্ট হয়। অহনা সত্যিই আমার ক্লোজেস্ট ওয়ান। যাকে মনের কথা বলা যায়। আমরা দুজন দুজনকে খুব ভালো বুঝি।’’

তাহলে এই সম্পর্কের নাম কী? ‘ম্যাঙ্গো স্কোয়াড’ খ্যাত সরকারের উত্তর, ‘এখনও এটা শুধুই বন্ধুত্ব। যদি সম্পর্ক হয়, তাহলে আমরা পাবলিকলি অবশ্যই বলবো। এটা লুকানোর কিছু নেই, লুকানো যায়ও না। ব্যাপারটা এরকম হলে আমি এখনই স্টেটমেন্ট দিয়ে দিতাম। কিন্তু সেরকম কিছু না আসলে।’

বন্ধুত্বের সম্পর্কটা প্রেম-বিয়েতে গড়ানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে শামীমের সোজাসাপ্টা জবাব, ‘সম্ভাবনার কথা তো বলা যায় না। এটা তো জীবন। এভাবে আসলে ভেবে দেখিনি এখনও। আমাদের পরিবারও এই বন্ধুত্বকে অ্যাপ্রিসিয়েট করে। দুজন দুজনের বাসায় গেছি। শুটিং থেকে ঘোরাফেরা, পরিবারের সঙ্গে যুক্ত হওয়া এই বন্ডিংটা হয়েছে। যদি প্রেম হতো, তাহলে বাবা-মাকেও জানাতাম।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটো ছবি পোস্ট করেন অভিনেত্রী অহনা রহমান। যেখানে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন নীল রঙা একটি শাড়িতে। ক্যাপশনে জানান, শাড়িটি তাকে উপহার দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। সঙ্গে জুড়ে দেন মনের ভাবনা, ‘অম্বর ছেয়ে গেছে নীলাচলে, দৃষ্টি বয়ে গেছে গহীন বনে’।
 
এর একদিন পরই শামীম হাসান সরকার তার ফেসবুক অ্যাকাউন্টের কাভারে অহনার সঙ্গে তোলা ছবিটি দেন। যদিও তিনি নিজে ক্যাপশনে কিছু বলেননি, তবে দুজনের মধ্যে ‘সম্পর্কে’র ইঙ্গিত খুঁজে পায় নেটিজেনরা। মন্তব্যের ঘরে চোখ রাখলে সেটা স্পষ্ট হয়ে ধরা দেয়। অনুসারীদের এই জল্পনা বাস্তবে রূপ নেয় কিনা, সেটাই এখন দেখার পালা।

অহনা-সরকার ১২ ডিসেম্বর সর্বশেষ শুটিং করেছেন ‘ভাড়াটিয়া গ্যাঞ্জাম’ নাটকের। আনিসুর রহমান রাজিবের পরিচালনায় এতে দুই ভাড়াটিয়ার মধ্যকার ঝামেলাকে হাস্যরসে মুড়িয়ে উপস্থাপন করা হচ্ছে।