X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার

কামরুল ইসলাম
০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৪

দেশে ইউটিউব উত্থানে হাতে গোনা যে ক’জনের ভূমিকা উল্লেখযোগ্য, তাদের একজন শামীম হাসান সরকার। ‘ম্যাঙ্গো স্কোয়াড’ নামের চ্যানেল থেকে তিনি কনটেন্ট নির্মাণ করে বিপুল সাড়া পেয়েছিলেন। তবে মাঝে লম্বা সময় তিনি পুরোদমে ব্যস্ত ছিলেন নাটকে। বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলের জন্য প্রচুর নাটকে কাজ করেছেন, ডুবেছেন প্রেমেও।

কিন্তু নিজের উঠে আসার প্ল্যাটফর্ম বরাবরই তার মনে বিশেষ যত্নে ছিল। তাই বিরতি ভেঙে প্রেমের ডুব থেকে মাথা উঁচিয়ে পুরোনো স্কোয়াডে ফিরলেন ম্যাঙ্গো লিডার। জানালেন, এখন তিনি প্রেমে নেই, শতভাগ সিঙ্গেল। অনেকটা নতুন দম নিয়ে প্রকাশ করলেন নতুন কনটেন্ট সিরিজ ‘অস্থির রেস্টুরেন্ট’। এটি তার জনপ্রিয় ‘অস্থির’ সিরিজের নতুন সিজন।

দীর্ঘদিন পর ‘ম্যাঙ্গো স্কোয়াড’কে পেয়ে নেটিজেনদের মনেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর এই ভালোবাসার টানেই মূলত ফিরেছেন শামীম। সেই সঙ্গে নিজের সমসাময়িক কনটেন্ট ক্রিয়েটরদের পুনরুজ্জীবিত করার ইচ্ছেও আছে তার মনে। এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে শামীম হাসান সরকার বললেন, ‘যেকোনও ক্ষেত্রেই একটা বিরতি দিয়ে ফিরলে কিছু পরিবর্তন দেখা যায়। কনটেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা একই। তবে এই পরিবর্তন ভালো নাকি মন্দ, সেটা জাস্টিফাই করছি না। আমরা একসময় যারা নিয়মিত কনটেন্ট বানাতাম, তাদের অনেকেই এখন নীরব। তো আমি চাই আমার ফিরে আসার মাধ্যমে তারাও উৎসাহিত হোক। ম্যাঙ্গো স্কোয়াড জেগে আছে, তোমরাও জেগে ওঠো। এছাড়া স্কোয়াড লিডার হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের প্রতিও একটা দায়বদ্ধতা অনুভব করি। সে জন্যই নতুনভাবে আবার শুরু করলাম।’

শুরুটা তো হলো, আবার কি থেমে যাবেন? নাকি ম্যাঙ্গো পিপলের গল্প বলার মিশন চলবে। জবাবে সরকার সাফ জানালেন, ‘আমার ইচ্ছে আছে আগামী ২০ দিনের মধ্যে আরেকটা কনটেন্ট সিরিজ নিয়ে আসার। নিয়মিত কনটেন্ট আসা প্রসঙ্গে দর্শকের মনে যে দ্বিধা আছে, সেটা দূর করতে চাই। আর নতুন বছরটা আমি খুব সুন্দরভাবে সাজাবো। নাটক যেমন খুব ভেবেচিন্তে করবো, তেমনি ভিডিওর কাজও চালিয়ে যাবো। সবার দোয়া চাই এই জার্নিতে।’

নির্মাণে শামীম হাসান সরকার এটা সত্য যে লম্বা বিরতির কারণে ম্যাঙ্গো স্কোয়াডের চ্যানেলে দর্শকের আনাগোনা কমেছে। যেটার প্রভাব পড়ছে নতুন কনটেন্টে। তবে এটা নিয়ে মোটেও ভাবিত নন শামীম। তার ভাষ্য, ‘একটা সময় কনটেন্ট প্রকাশ করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। কিন্তু অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছে। সুতরাং এটা চেনা দমে ফিরতে কিছুটা সময় তো লাগবে। তবে ভক্ত ও কাছের মানুষদের কাছ থেকে যেভাবে প্রতিক্রিয়া পাচ্ছি, তাতেই আমি খুশি। আশা করছি আগামী কনটেন্ট দিয়েই ম্যাঙ্গো স্কোয়াড জমে উঠবে।’

যেহেতু স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন, পরিচালনা এবং অভিনয়; সবেতেই থাকতে হয়; ফলে কনটেন্ট ক্রিয়েশন নিঃসন্দেহে তুমুল ব্যস্ততার। সে ক্ষেত্রে নাটকের কাজ কিছুটা কমবে বটে। তবে একেবারে ছেড়ে দেবেন না বলে নিশ্চিত করলেন শামীম। কারণ হিসেবে বললেন, ‘আমার আয়ের মূল উৎস নাটক। কনটেন্ট তো নিজের অর্থায়নে বানাতে হয়। সুতরাং নাটক একেবারে ছেড়ে দেবো না। হ্যাঁ, ভালো কাজ বিবেচনায় রাখবো। আমি বরাবরই চাই সুন্দর গল্পে, চরিত্রে কাজ করতে। কিন্তু সেরকম গল্প সচরাচর আসে না।’

এদিকে শামীম হাসান সরকারকে সর্বশেষ ‘ঢাকায় টাকা উড়ে’ নামের একটি নাটকে দেখা যায়। সপ্তাহ খানেক আগে এটি প্রচারে আসে। এতে তার সহশিল্পী সামান্তা পারভেজ। 

টিম ম্যাঙ্গো স্কোয়াড সবশেষে ব্যক্তিগত প্রসঙ্গেও একটি প্রশ্ন রাখা হলো সরকারের কাছে। কিছু দিন আগে সহশিল্পীর সঙ্গে তার প্রেম ঘিরে ঢের চর্চা হয়েছে। তিনি নিজেও রাখঢাক না করে ভালোবাসার কথা জানিয়েছেন। তবে সেই সম্পর্ক আর নেই বলেই নিশ্চিত করলেন এ অভিনেতা। বললেন, ‘প্রেম ছিল, ভেঙে গেছে। এখন আমি সিঙ্গেল আছি। আর উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছি। পেলে বিয়ে করবো।’

উল্লেখ্য, শামীম হাসান সরকার ২০১৪ সাল থেকে ‘ম্যাঙ্গো স্কোয়াড’ চ্যানেলটি পরিচালনা করছেন। এতে প্রায় দেড় মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। শামীম হাসান সরকার

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!