জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। সম্প্রতি পারিবারিক আয়োজনে তিনি নতুন জীবন শুরু করেছেন। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। পলাশের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি।
জানা গেছে, নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। দুই পরিবারের সম্মতিতে তারা ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন। আগামী ফেব্রুয়ারিতে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন পলাশ-নাফিসা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে পলাশ নিজেও তার স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায়। এ এক অন্যরকম অভিজ্ঞতা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পরিবারকে। আমাদের পরিবারের মায়ায়, ভালোবাসায়, সম্মতিতে সবকিছু সুন্দর হয়ে উঠেছে। প্রিয় মানুষটি নিজের হয়ে ওঠার এই মুহূর্তটি আগলে রাখতে চাই সারাজীবন। দোয়া করবেন আমাদের জন্য।’
এর পাশাপাশি নিজের নির্মাণকাজও চালিয়ে যাচ্ছেন সমান তালে। একাধিক নাটক ও বিজ্ঞাপনচিত্রে সম্ভাবনা জাগিয়েছেন এই তরুণ।