অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই ‘হাওয়া’, ভারত-পাকিস্তানের রেকর্ড

অনেক প্রত্যাশা জাগিয়েও অস্কারের ৯৫তম আসরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলো না বাংলাদেশের ‘হাওয়া’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য ১৫টি ছবির নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। 

বাংলাদেশ না পারলেও ‘জয়ল্যান্ড’ ছবির সুবাদে পাকিস্তান প্রথমবারের মতো অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে। ২১ বছর পর ‘লাস্ট ফিল্ম শো’র সুবাদে এই তালিকায় জায়গা করে নিলো ভারতও। দেশটির আরেক ছবি এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান বিভাগে স্থান পেয়েছে।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশ অংশগ্রহণ করেছে। এরমধ্যে ছিল বাংলাদেশের ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি গত ২৯ জুলাই মুক্তির পর অভাবনীয় সাফল্য পায়। এরপর বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে এর প্রদর্শনী হয়েছে। এখন কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এতে ব্যবহৃত হাশিম মাহমুদের লোকজ আঙ্গিকের গান ‘সাদা সাদা কালা কালা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জানা গেছে, অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি। তাদের রায়ে এখান থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে মাত্র ৫টি চলচ্চিত্র। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ২২ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।‘লাস্ট পিল্ম শো’-এর স্থিরচিত্র

অস্কারের এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে বেশিরভাগই ৭৫তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। মূল প্রতিযোগিতা বিভাগে গ্রাঁ প্রিঁ-জয়ী লুকাস দোন্তের ‘ক্লোজ’ (বেলজিয়াম), জুরি প্রাইজজয়ী ইয়াজি স্কোলিমোস্কির ‘ইও’ (পোল্যান্ড), সেরা পরিচালক হওয়া পার্ক চ্যান-উকের ‘ডিসিশন টু লিভ’ (দক্ষিণ কোরিয়া), সেরা চিত্রনাট্য পুরস্কারজয়ী তারিক সালেহ পরিচালিত ‘কায়রো কন্সপিরেসি/বয় ফ্রম হ্যাভেন’ (সুইডেন) এবং সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী ‘হলি স্পাইডার’ (ডেনমার্ক) অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।

কানের ৭৫তম আসরের আঁ সাঁর্তে রিগা বিভাগে জুরি প্রাইজজয়ী সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’ (পাকিস্তান), সেরা পারফরম্যান্স প্রাইজ পাওয়া মারি ক্রয়েৎজার ‘করসাজ’ (অস্ট্রিয়া), ফিপরেস্কি পুরস্কারজয়ী মারিয়াম তুজানির ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো) এবং আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত ডেভি চু পরিচালিত ‘রিটার্ন টু সিউল’ (কম্বোডিয়া) জায়গা পেয়েছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে স্বর্ণ পামজয়ী সুইডেনের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ নেই তালিকায়। আঁ সার্তে রিগা বিভাগের সেরা ছবি ফ্রান্সের ‘দ্য ওর্স্ট ওয়ান’ও বাদ পড়েছে।

জয়ল্যান্ড-এর একটি স্থিরচিত্রভেনিস, বার্লিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা কয়েকটি ছবিও আছে অস্কারে সংক্ষিপ্ত তালিকায়। এগুলো হলো ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড জুরি প্রাইজজয়ী আলিস দিওপের ‘সেন্ট ওমের’ (ফ্রান্স), ফিপরেস্কি পুরস্কারজয়ী সান্তিয়াগো মিত্রের ‘আর্জেন্টিনা, নাইনটিন এইটি ফাইভ’, মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর ‘বার্ডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’ (মেক্সিকো), ৭২তম বার্লিন চলচ্চিত্র উৎসবের জেনারেশন কেপ্লাস বিভাগে চিলড্রেন’স জুরি অ্যাওয়ার্ডস স্পেশাল মেনশন এবং ইন্টারন্যাশনাল জুরি গ্রাঁ প্রিঁ পাওয়া কোলম বয়রেড পরিচালিত ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড) এবং ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল প্রেজেন্টেশনে প্রদর্শিত এডওয়ার্ড বারগারের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি)।

এরমধ্যে প্রথম বিশ্বযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক সুর, শব্দ এবং ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগগুলোতেও মনোনীত হয়েছে। জার্মানির অমর কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের ধ্রুপদী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে ৯২ বছর পর আবারও চলচ্চিত্র তৈরি হলো। ১৯৩০ সালে একই উপন্যাসে অনুপ্রাণিত লুইস মাইলস্টোনের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অস্কারে সেরা চলচ্চিত্র হয়।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া তিনটি ছবির পরিচালক নারী। এগুলো হলো মারিয়াম তুজানির ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো), মারি ক্রয়েৎজারের ‘করসাজ’ (অস্ট্রিয়া) এবং আলিস দিওপের ‘সেন্ট ওমের’ (ফ্রান্স)।

সেরা প্রামাণ্যচিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় ১৫টির মধ্যে আটটিই পরিচালনা করেছেন নারীরা। এরমধ্যে অন্যতম ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ পুরস্কারজয়ী ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা
* অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
* আর্জেন্টিনা, নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)
* ইও (পোল্যান্ড)
* কায়রো কন্সপিরেসি (সুইডেন)
* কোরসাজ (অস্ট্রিয়া)
* ক্লোজ (বেলজিয়াম)
* জয়ল্যান্ড (পাকিস্তান)
* বার্ডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস (মেক্সিকো)
* ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া)
* দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)
* দ্য ব্লু কাফতান (মরক্কো)
* রিটার্ন টু সিউল (কম্বোডিয়া)
* লাস্ট ফিল্ম শো (ভারত)
* সেন্ট ওমের (ফ্রান্স)
* হলি স্পাইডার (ডেনমার্ক)

সেরা মৌলিক গান বিভাগে ‘নাটু নাটু’:

এ নিয়ে পঞ্চমবারের মতো প্রতিবছরের ২১ ডিসেম্বর ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বাকি তালিকাগুলো হলো প্রামাণ্যচিত্র (১৪৪টির মধ্যে ১৫টি), স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র (৯২টির মধ্যে ১৫টি), মৌলিক সুর (১৪৭টির মধ্যে ১৫টি), মৌলিক গান (৮১টির মধ্যে ১৫টি), স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি (৮১টির মধ্যে ১৫টি), স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (২০০টির মধ্যে ১৫টি), রূপসজ্জা ও চুলসজ্জা, শব্দ এবং ভিজ্যুয়াল ইফেক্টস।

আগামী ১২ জানুয়ারি শুরু হয়ে ছয় দিন চলবে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২৪ জানুয়ারি। হলিউডের ডলবি থিয়েটারে এবারের আসর বসবে ১২ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।