মারা গেলেন চঞ্চল চৌধুরীর বাবা

টানা দুই সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর পৃথিবীকে ‍বিদায় জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী। যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।

অভিনেতার পারিবারিক বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন চঞ্চল চৌধুরীর বাবা।

তিনি বলেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’

জানান, চঞ্চল চৌধুরীর বাবার শেষকৃত্য তার নিজ গ্রামের বাড়ী পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে গেলো ১৫ ডিসেম্বর চঞ্চল তার বাবার অসুস্থতার কথা জানান। সেদিন তার ভাষ্য ছিলো এমন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনও সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

চঞ্চল তখন জানিয়েছিলেন, তার বাবা স্ট্রোক করে ব্রেন হেমারেজ হয়েছিল। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।