‘জীবন থেকে নেয়া’ এবং নেপথ্যের গল্প

‘জীবন থেকে নেয়া’ একটি ঐতিহাসিক বাংলা চলচ্চিত্র। জহির রায়হান নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায়। 

সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির তাই এই চলচ্চিত্রকে ‘বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র’ বলে অভিহিত করেছিলেন।
 
বিশেষ এই সিনেমাটিকে ঘিরে ‘নেপথ্যের গল্প’ প্রচার করতে যাচ্ছে বেসরকারি টিভি স্টেশন চ্যানেল আই। ২০ ফেব্রুয়ারি বিকাল ২টা ৪০ মিনিটে প্রচার হবে এটি। চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র হাবিবুল হুদা পিটু জানান, আবদুর রহমানের উপস্থাপনায় এ বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চলচ্চিত্র বিশ্লেষক চীন্ময় মুৎসুদ্দী। একই দিন বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো কালজয়ী সিনেমাটি।

ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। 

এই ছবিতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি জহির রায়হান নির্মিত শেষ কাহিনি চিত্র।