X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

এবার তিনি কবি!      

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৬:৩৩আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৪

নব্বইয়ের দশকে অমিত হাসান অভিনয় করেছেন বেশ চুটিয়ে। তবে এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না তাকে। অভিনয়ের পাশাপাশি লেখালিখি করতেও দারুণ পছন্দ করেন তিনি। সেসব কবিতা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন।  

কবিতার সংখ্যাও নেহায়েত কম নয়। প্রায় শতাধিক কবিতা তিনি শেয়ার করেছেন। এবার সেখান থেকেই বাছাইকৃত ৫০টি কবিতা নিয়ে বই প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

অমিত জানান, বেশ কয়েকটি প্রকাশনী তার কবিতা প্রকাশ করতে চেয়েছে। এর মধ্যে ‘আদর্শ প্রকাশনী’ ও ‘সময় প্রকাশনী’র সঙ্গে কথা বেশ খানিকটা এগিয়েছে।

তিনি বলেন, ‘আরও আগেই কবিতাগুলো বই আকারে প্রকাশিত হওয়ার কথা ছিল। সময়ের অভাবে গুছিয়ে  উঠতে পারিনি। এবার সব গুছিয়ে এনেছি। খুব শিগগির পাঠকের হাতে বইটি তুলে দিতে চাই।’

উল্লেখ্য, আপাতত নতুন কোনও কাজ নেই তার হাতে। জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে বেশ কিছু দিন থাকবেন তিনি।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সংগীত প্রতিযোগিতা
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সংগীত প্রতিযোগিতা
এবার তিনি কবি!      
এবার তিনি কবি!      
আবার শুরু...
আবার শুরু...
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু