ফের কবিতার কাছে সুর খুঁজলেন নাহিদ (ভিডিও)

কবিতা থেকে গান- এই পন্থায় কাজ করা শিল্পী হাতেগোনা। কেননা এই ফর্মুলায় সাফল্যের হার আদতে উল্লেখযোগ্য নয়। তবু এই কঠিন, অনুজ্জ্বল কিন্তু কাব্যময় পথই বেছে নিলেন তরুণ সংগীতশিল্পী নাহিদ হাসান। একের পর এক কবিতার ভাষায় সুর খুঁজে গানে রূপান্তর করছেন তিনি। সেগুলো প্রশংসাও পাচ্ছে ঢের।

সম্প্রতি প্রকাশ হয়েছে তেমনই এক চেষ্টা, নাহিদের নতুন গান ‘শুনতে পাই’। রাকিবুল হায়দারের কবিতা থেকে গানটি সাজিয়েছেন তিনি। সংগীতায়োজনে আমজাদ হোসেন। নিজের গানের চ্যানেল ‘সুগান’ থেকে গানচিত্র আকারে এটি প্রকাশ করেছেন নাহিদ।

কক্সবাজার-রাঙামাটির অপূর্ব লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে নাহিদের সঙ্গে মডেল হয়েছেন ফৌজিয়া আক্তার রাচি।
 
নতুন এই গান নিয়ে নাহিদ হাসানের ভাষ্য, ‘আমার নিজের লেখা, সুর করা বহু গান আছে। এরপরও কবিতা থেকে গান করার বিষয়টি আমাকে আলাদাভাবে টানে। বছর তিনেক আগে রাকিবুল হায়দারের এই কবিতা চোখে পড়ে। ওই সময়ে আমার মানসিক অবস্থাও অনেকটা এমন ছিলো। ফলে ভীষণ ভালো লেগে যায় কবিতাটি। গিটার নিয়ে বসে যাই সুর করতে। নানা সীমাবদ্ধতা মোকাবিলা করে গানটা প্রকাশ করতে প্রায় তিন বছর সময় লেগে গেলো।’

‘শুনতে পাই’ শুনতে পাবেন এখানে:

এর আগে কবি-গায়ক লুৎফর হাসানের একটি কবিতার নির্যাস নিয়ে গান বেঁধেছিলেন নাহিদ। ‘শুকনো গোলাপ’ শিরোনামের সে গান ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়। এরপর গেলো বছরের সেপ্টেম্বরে তিনি কামরুল ইসলামের কবিতাকে সুরে বেঁধে উপহার দেন ‘বিনায়ক’। সেটিও বেশ প্রশংসা কুড়ায়।

উল্লেখ্য, নাহিদ পরিচিতি পান ‘তোমার পিছু ছাড়বো না’ গান দিয়ে। ২০১৯ সালে প্রকাশ হওয়া এই গানের ভিউ শুধু মূল চ্যানেলেই প্রায় দুই কোটি। এছাড়া তার লেখা-সুরে ‘আমাদের সেই প্রেম’ গানটিও পেয়েছে শ্রোতাপ্রিয়তা।