১৭ বছর পেরিয়ে বাংলাভিশন এবং ‘সুইট কিস’

দৃষ্টি জুড়ে দেশ- এমন স্লোগান নিয়ে ২০০৬ সালের এই দিনে (৩১ মার্চ) আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। 

শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সংস্কৃতি ও খবর সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় শুক্রবার ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন। 

এ সম্পর্কে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘১৮ বছরের এই যাত্রাকে আমরা উদযাপন করবো বিশেষ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে। টেলিভিশনের পর্দায় থাকছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন। আশা করি, দর্শকরা বাসায় বসে আমাদের আয়োজন উপভোগ করবেন।’ 

এদিন চ্যানেলটির পর্দায় বিশেষ আয়োজনের তালিকায় থাকছে রাত ৯টা ৫ মিনিটে বিশেষ একক নাটক ‘সুইট কিস’। অভিনয়ে জোভান ও কেয়া পায়েল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। তার আগে সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দিন প্রতিদিন’র বিশেষ পর্ব। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সময়ে প্রচার হবে সুধীজন ও খ্যাতিমান ব্যক্তিদের দেওয়া শুভেচ্ছা বার্তা এবং বিশেষ অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৭’।