X
শনিবার, ১৪ জুন ২০২৫
৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২৫, ২০:৫৫আপডেট : ১২ মে ২০২৫, ২২:৩৫

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতির দীর্ঘ পথচলায় গণতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রীর তকমা পেয়েছেন। হয়ে উঠেছেন দলের রাজনৈতিক আদর্শ। বিষয়গুলোকে উপজীব্য করে সম্প্রতি তৈরি হলো একটি বিশেষ গান। 

প্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ রনির কথায় ‘আপসহীন নেত্রী’ নামের গানটির সুর করেছেন মুরাদ নূর। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিলেন দিঠি আনোয়ার।

দিঠি আনোয়ার বলেন, ‘আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। ম্যাডামের (খালেদা জিয়া) প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা পারিবারিক থেকে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে মনের অজান্তেই। মুরাদ নূর গানের পরিকল্পনা শেয়ার করতেই মুখিয়ে থাকি কখন ভয়েস দিবো, গানটি খুবই মনে ধরেছে। কথা-সুরের দারুণ মেলবন্ধন। রেকর্ডিং শেষ। শিগগিরই আমরা গানটি প্রকাশ করবো।’ 

সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি বরাবরই কিংবদন্তি মানুষ নিয়ে গান বাঁধতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পারিবারিকভাবে আমার জাতীয়তাবাদে বেড়ে ওঠা; সৃষ্টিতে আবেগ ভালোবাসা একটু বেশিই। বেগম জিয়ার আপস না করার মানসিকতাই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি জাতীয়তাবাদী আদর্শের মানুষের কাছে ঐতিহাসিক হয়ে উঠবে।’ 

গীতিকার ফরিদ আহমেদ রনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ম্যাডামকে নিয়ে লিখবো। লেখার পর সুরকার মুরাদ নূরকে শেয়ার করি। তার আন্তরিক সহযোগিতায় বিষয়টি পূর্ণাঙ্গ গান হয়ে উঠলো। একজন জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে ভীষণ গর্ব হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, শিগগিরই একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে ‘আপসহীন নেত্রী’ গানটি প্রকাশ করা হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’
‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’
তাদের প্রেমময় ফটোশুট, সঙ্গী আইফেল টাওয়ার!
তাদের প্রেমময় ফটোশুট, সঙ্গী আইফেল টাওয়ার!
যুক্তরাষ্ট্রে একজন অভিনেতার যাত্রাপালা ও একাকীত্বের গল্প
যুক্তরাষ্ট্রে একজন অভিনেতার যাত্রাপালা ও একাকীত্বের গল্প
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
সমু চৌধুরী: গফরগাঁও টু যশোর, ভায়া ঢাকা!
সমু চৌধুরী: গফরগাঁও টু যশোর, ভায়া ঢাকা!