ম্যাগাজিন অনুষ্ঠানেও অভিনয় করার সুযোগ রয়েছে। সেটা নানান সময়ে দেখিয়েছে ঐতিহাসিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তবে এবারের বিষয়টি বেশ আলাদা।
কারণ, আসছে ঈদ ‘ইত্যাদি’র অভিনয়ে অংশ নিয়েছেন সময়ের তিন তারকা আজমেরী হক বাঁধন, নাজিফা তুষি ও সাবিলা নূর।
তারা অংশ নিয়েছেন তিনটি সামাজিক ব্যাধি নিয়ে আয়োজিত দর্শক পর্বে। যেখানে সময়ের জনপ্রিয় এই তিনজন অভিনেত্রীর সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় করেছেন।
অনুষ্ঠানটির জনক হানিফ সংকেত জানান, মরণব্যাধি ক্যানসারের মতো কিছু কিছু সামাজিক ব্যাধি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে মানসিকতা পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে ‘ইত্যাদি’তে সেই সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হচ্ছে এই তিন অভিনেত্রীর মাধ্যমে।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।