সেন্সর পেরোলো ঈদের দুই ছবি

ঘনিয়ে আসছে ঈদুল আজহা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সিনেপাড়ার মানুষেরা। কারণ, বরাবরের মতো এই ঈদেও একাধিক ছবি উঠবে প্রেক্ষাগৃহে। মুক্তির মিছিলে যদিও দুই হালি ছবির নাম শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কয়টি ছবি মাঠে থাকে তা চূড়ান্ত হবে আরও কিছু দিন পর।

প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতি আবশ্যক। সেই পরীক্ষা উতরে গেলো দুটি সিনেমা। এগুলো হলো ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’। দুটি সিনেমাকেই বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জুন) বোর্ডের সদস্যরা ছবি দুটি দেখেছেন। দেখার পর মুগ্ধ হয়েছেন সবাই। সেই সুবাদে মিলছে আনকাট সার্টিফিকেট। যেটা আগামী রবিবার (১৮ জুন) নাগাদ সংশ্লিষ্টদের হাতে পৌঁছাতে পারে।

‘সুড়ঙ্গ’ নিয়ে খসরুর বক্তব্য এরকম, ‘খুবই চমৎকার একটি ছবি। একদমই অন্য ঘরানার একটি সিনেমা। দর্শকদের হলে বসিয়ে রাখার মতো একটি ছবি। নির্মাতা দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন এতে। আর আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে, দর্শকরা বড় পর্দায় তাকে ব্যাপকভাবে গ্রহণ করবে।’

অন্যদিকে ‘প্রহেলিকা’ নিয়েও একই সুর পাওয়া গেলো খসরুর মুখে। তিনি বলেন, ‘এটিও চমৎকার সিনেমা। প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছেন। তবে আমি মুগ্ধ, বিস্মিত হয়েছে মাহফুজ আহমেদের অভিনয়ে। তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন!’

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছেন রায়হান রাফী। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার তারকা আফরান নিশোর। সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি বাংলাদেশের সঙ্গে ভারতেও মুক্তির প্রক্রিয়া চলছে।

‘প্রহেলিকা’ বানিয়েছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের সঙ্গে রয়েছেন শবনম বুবলী। এছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।