ইন্দিরা গান্ধী রূপে চমকে দিলেন কঙ্গনা

ছবির ফার্স্টলুক পোস্টার অনেক আগেই প্রকাশ করেছিলেন। সেখানে ইন্দিরা গান্ধীর রূপে হাজির হয়েছিলেন তিনি। তবে এবার দিলেন টিজার, যেখানে সংলাপেও ইন্দিরাকে অনুকরণ করলেন। যা দেখে-শুনে মুগ্ধ দর্শক ও সমালোচকরা।

ছবিটির নাম ‘ইমারজেন্সি’। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের ঘটনা নিয়ে এটি নির্মাণ করেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। এমনকি ইন্দিরার চরিত্রেও অভিনয় করেছেন কঙ্গনা।

ছোট্ট এই ঝলকটি শুরু হয় ১৯৭৫ সালের ২৫ জুন তারিখ থেকে। দেখানো হয় ভারতের বিভিন্ন স্থানে মানুষের বিক্ষোভের চিত্র। তবে চমক আসে কঙ্গনার সংলাপে। তাকে বলতে শোনা যায়, ‘এই দেশকে রক্ষার ক্ষেত্রে কেউ আমাকে আটকাতে পারবে না। কারণ ভারতই ইন্দিরা, ইন্দিরাই ভারত!’

টিজারের সঙ্গে ছবির মুক্তির তারিখও ঘোষণা করেছেন কঙ্গনা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে এটি। টিজারটি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে কঙ্গনা লিখেছেন, ‘রক্ষক নাকি স্বৈরশাসক? ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের সাক্ষী হোন, যখন আমাদের নেতা তার জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিল!’

উল্লেখ্য, ২০২১ সালে ‘ইমারজেন্সি’ ছবির ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা রনৌত। এটি তার নির্মিত প্রথম সিনেমা। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মাহিমা চৌধুরী, প্রয়াত সতীশ কৌশিক, শ্রেয়াস তালপাড়ে প্রমুখ।

টিজার: 

সূত্র: হিন্দুস্তান টাইমস