দীর্ঘদিন পর করোনার সময় বাড়ি ফিরে যায় রুপালি পর্দার নায়িকা বাবলি। তাকে মুখোমুখি হতে হয় ফেলে আসা শৈশবের। অতীতের সম্পর্কগুলো ফিরে এলে বাবলি পর্দার চাকচিক্য পেছনে ফেলে অনাড়ম্বর জীবনের এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সাথে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়ন চলতে থাকে। এমনই এক গল্পের রেশ ধরে আগাতে থাকে ১০৯ মিনিটের সিনেমা ‘পাতালঘর’।
সিনেমা হলে নয়, ২৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত এই বিশেষ সিনেমা। এর পরিচালনা ও চিত্রনাট্যের কাজ করেছেন ‘কমলা রকেট’ নির্মাতা নূর ইমরান মিঠু।
সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনও করিনি। তাই কাজটার জন্য খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই গল্পটার প্রেমে পড়ে যাই। মিমি আপাসহ সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।’
এদিকে সিনেমায় ফারিয়ার অন্যতম সহশিল্পী আফসানা মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এতে। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এই সিনেমায়।’
‘পাতালঘর’ গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে প্রদর্শিত হয় ছবিটি। এ ছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়।