বক্স অফিস: উত্তরে সানি, দক্ষিণে চলছে রজনী তাণ্ডব!

কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। যদিও এই প্রবাদ সিনেমা বাণিজ্যে খুব একটা ফলে না। তবে পর্দায় যখন রজনীকান্ত ও সানি দেওলের মতো তারকা হাজির হন, তখন হিসাব-নিকাশে একটু পরিবর্তন তো আসেই! ঠিক তাই, সদ্য মুক্তি পাওয়া দুই সিনেমায় রীতিমতো ভারতের বক্স অফিসে ঝড় তুলেছেন এই তারকাদ্বয়।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মুক্তির প্রথম দিনে শুধু ভারতের বক্স অফিসেই এর কালেকশন ৭৫ কোটি ৩৫ লাখ রুপি। বিশ্বব্যাপী অংকটা ৯৬ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিন শুক্রবার (১১ আগস্ট) লোকাল বাজারে ছবিটির কালেকশন ৩০ কোটি রুপির বেশি। ফলে মাত্র দুই দিনেই শুধু ভারত থেকে সেঞ্চুরি হাঁকালেন ৭২ বছর বয়সী রজনীকান্ত।

জেলারঅন্যদিকে ভারতের উত্তরাঞ্চল তথা বলিউডে তাণ্ডব শুরু করেছেন সানি দেওল। ৬৫ বছর বয়সী এই অভিনেতা নায়ক রূপে হাজির হয়েছেন ‘গাদার ২’ সিনেমায়। ২২ বছর আগের ‘গাদার’র আবেগ এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। সেই সুবাদে এর সিক্যুয়েল দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে প্রেক্ষাগৃহে। 
শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পেয়েছে ‘গাদার ২’। প্রথম দিনের কালেকশনে প্রত্যাশাকেও ছাপিয়ে গেছেন সানি দেওল। শুধু ভারত থেকেই ছবিটির ফার্স্ট ডে কালেকশন ৪০ কোটি ১০ লাখ রুপি! যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। ‘পাঠান’ সিনেমা দিয়ে ৫৭ কোটি রুপি নেট কালেকশন নিয়ে সর্বোচ্চ রেকর্ডটি নিজের করে রেখেছেন শাহরুখ খান। 

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বললেন, “সানি দেওল তার জনপ্রিয়তার শক্তি দেখাচ্ছেন। মুক্তির আগের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে। ‘গাদার ২’ বক্স অফিসে তাণ্ডব করছে। সিঙ্গেল স্ক্রিনে রেকর্ড পরিমাণ ব্যবসা হচ্ছে। সাধারণত অধিকাংশ সিনেমা তিনটি ন্যাশনাল চেইনে (পিভিআর, আইনক্স ও সিনেপলিস) বেশি আয় করে। তবে ‘গাদার ২’ সিঙ্গেল স্ক্রিনে বাজিমাত করছে।”গাদার ২

এদিকে শুক্রবার (১১ আগস্ট) বলিউডের আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘ওমজি ২’ নামের সেই সিনেমার নায়ক অক্ষয় কুমার। ‘গাদার ২’র দাপটে এটি খুব একটা সুবিধা করতে পারছে না। মুক্তির প্রথম দিনে ছবিটির কালেকশন ১০ কোটি ২৬ লাখ রুপি। অবশ্য এটাকে প্রত্যাশার চেয়ে বেশি কালেকশন বলেই দাবি করলেন তরন আদর্শ। তার ভাষ্য, “যদিও ‘গাদার ২’র প্রভাব পড়ছে, তবু এটা প্রত্যাশার চেয়ে বেশি কালেকশন। মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের উপস্থিতি দারুণ। দর্শকের মুখে মুখেই ছবিটি ছড়িয়ে যাবে।”ওএমজি ২

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস