একটা পুতুলকে ঘিরে কল্পকাহিনিতে নির্মিত সিনেমা। আর তাতেই গোটা বিশ্বে হুলস্থুল! গ্রেটা গারউইগ নির্মিত ‘বার্বি’র কথাই বলা হচ্ছে। মুক্তির পর থেকেই লোকাল এবং আন্তর্জাতিক উভয় বাজারে অবিশ্বাস্য ব্যবসা করছে ছবিটি। সর্বশেষ খবর অনুযায়ী, এটি আমেরিকার বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে।
হলিউড রিপোর্টার বলছে, ‘বার্বি’ এখন উত্তর আমেরিকায় সর্বোচ্চ কালেকশন করা নারী নির্মিত সিনেমা। এর আগে রেকর্ডটি ছিল জেনিফার লি নির্মিত ‘ফ্রোজেন ২’র দখলে। এর ডমেস্টিক কালেকশন ৪৭৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। তবে মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে ‘বার্বি’র বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।
হলিউডের ইতিহাসে ‘বার্বি’ এখন ২০তম সিনেমা, যেটি স্থানীয় বাজারে ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে গ্রেটা গারউইগ বিশ্বব্যাপী কালেকশনেও নারী নির্মাতা হিসেবে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। এই দৌড়ে পেছনে ফেলেছেন অ্যানা বডেন নির্মিত মার্ভেল স্টুডিওজের সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’কে। যেটির বিশ্বব্যাপী কালেকশন ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবারই (১০ আগস্ট) ‘বার্বি’ (১ দশমিক ১১৩ বিলিয়ন) সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, প্রায় ১৪৫ মিলিয়ন ডলারে নির্মিত ‘বার্বি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি। এছাড়াও আছেন রায়ান গসলিং, কেট মাককিনন, আমেরিকা ফেরেরা, মিশেল চেরা, সিমু লিউ, হেলেন মিরেনসহ অনেকে।