X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২৫, ১২:৪৬আপডেট : ১২ মে ২০২৫, ১৪:২৩

এক হাতে গোলাপের তোড়া, অন্য হাতে কুড়াল, শীতল চোখে তাসনিয়া ফারিণ তাকিয়ে আছেন সামনে। এ যেন এক অন্য ফারিণ যার তল পাওয়া কঠিন!

শরিফুল রাজ, মোশাররফ করিমের পর এবার সামনে এলো ‘ইনসাফ’ সিনেমায় ফারিণের লুক। নির্মাতা সঞ্জয় সমাদ্দার ১১ মে পোষ্টারটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।‘

পোস্টারটি ফারিণ নিজেও শেয়ার দিয়েছেন। তার এমন লুক দেখে স্বভাবতই সবাই ধন্য ধন্য করছেন। কারণ এমন লুকে তাকে কখনোই আগে দেখা যায়নি।

প্রশংসায় ভাসাচ্ছেন সবাই অভিনেত্রীকে। একজন মন্তব্য করেছেন, ‘ফ্লাওয়ার না রে ভাই, একদম ফায়ার!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর পোস্টার হয়েছে!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ একটি মুভি হবে ইনসাফ। পোস্টার দেখে তাই মনে হলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য প্রিয় অভিনেত্রী।’ ‘ইনসাফ’ সিনেমার পোস্টার বলা প্রয়োজন, ‘ইনসাফ’ সিনেমার প্রথম পোস্টারে শরিফুল রাজ সবাইকে চমকে দিয়েছিলেন। এরপর নির্মাতা সঞ্জয় সমাদ্দার দ্বিতীয় পোস্টার সামনে আনেন। সেখানে মোশাররফ করিমের লুক দেখেও সবাই চমকে গিয়েছিলেন।

এবার সামনে এলো ফারিণের লুক। তবে তিনটি পোস্টারেই একটা কমন বিষয় আছে। তা হলো, সবার হাতে কুড়াল! এই সিনেমায় কুড়াল বিশেষ কোন গুরুত্ব রাখছে কিনা, সেটাও সবার জিজ্ঞাস্য। তবে এসব  প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বলা প্রয়োজন, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

বলা ভালো, টিভি নাটকে প্রশংসা কুড়িয়ে সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক হয় টলিউডে, নায়ক-প্রযোজক জিতের হাত ধরে। ‘মানুষ’ নামের সিনেমাটি ভালোই নাম কামিয়েছে। তবে দেশের জন্য ‘ইনসাফ’ই প্রথম সিনেমা এই নির্মাতার।

/সিবি/
সম্পর্কিত
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
সিনেমা সমালোচনাইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
রাজ-ফারিণের আইটেম গান, বাড়তি চমক মোশাররফ
রাজ-ফারিণের আইটেম গান, বাড়তি চমক মোশাররফ
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার