আজ শোকাবহ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই রাতে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উশৃঙ্খল কিছু বিপথগামী সদস্য।
ভয়াল সেই রাতের স্মরণে ১৫ আগস্টকে ঘোষণা করা হয়েছে জাতীয় শোক দিবস। যা প্রতি বছর পালিত হয় নানা আয়োজনে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। রাষ্ট্রীয় আয়োজনগুলোর পাশাপাশি টেলিভিশন চ্যানেলেও থাকছে বিভিন্ন অনুষ্ঠান। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।
শোক দিবসের বিশেষ তথ্যচিত্র ‘১৫ আগস্ট সেই রাত’ প্রচারিত হবে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায়। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে সকাল সাড়ে ৭টায়। ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘চেতনায় মুজিব’। শিশুতোষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানি’ প্রচারিত হবে ৯টায়।
১০ টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘শোকে নয় চেতনায় মুজিব’। মঞ্চ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ প্রচারিত হবে ১২টা ৪০ মিনিটে। চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ প্রচারিত হবে দুপুর আড়াইটায়।
শোক দিবসের কবিতা পাঠ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ প্রচারিত হবে ৬টা ৪৫ মিনিটে। টক শো ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ থাকছে সন্ধ্যা ৭টায়। শেখ মুজিবের শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনানুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে। টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’ প্রচারিত হবে রাত ৯টায়। আলোচনা অনুষ্ঠান ‘পোয়েট অব দ্য পলিটিক্স’ প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। ‘আমার দেখা নয়াচীন’ প্রচারিত হবে রাত ১১টা ০৫ মিনিটে।